AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনেত্রী মোনালিসার জন্মদিন আজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২০ এএম, ৬ অক্টোবর, ২০২৩
অভিনেত্রী মোনালিসার জন্মদিন আজ

বাংলাদেশী মডেল, অভিনেত্রী, ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসার আজ শুভ জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৩৯টি বসন্ত পার করলেন জনপ্রিয় এ সেলিব্রেটি।


মডেলিং জগতে তুমুল জনপ্রিয় ছিলেন মোনালিসা। দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন দক্ষ অভিনয় দিয়েও। তবে হঠাৎই যেন মিডিয়া থেকে খানিকটা দূরে সরে গেলেন।


মাত্র ১০ বছর বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন। ওই সময়ই নৃত্যশিল্পী হিসেবে তুরস্কে রাষ্ট্রীয় সফরে পারফর্ম করতে যান। মডেল হিসেবে টিভি পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন তারিক আনাম নির্দেশিত ফেয়ার এন্ড লাভলী বিজ্ঞাপনের মাধ্যমে।


এরপর লিলি কসমেটিকস আর বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করে দর্শক হৃদয়ে স্থায়ীভাবে রাজত্ব করতে শুরু করেন মিষ্টি হাসির এ মেয়ে।

একাধিক ধারাবাহিক আর প্যাকেজ নাটকেও অভিনয় করে প্রশংসা পান মোনালিসা। মডেলরাও যে অভিনয় করতে জানেন, এ মডেল প্রমাণ করে দেখান ছোট পর্দায় দীর্ঘ সময় অভিনয়ের নৈপুণ্য দিয়ে।

২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান। সেই থেকে ব্যক্তি জীবনে আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন মোনালিসা। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে। বর্তমানে কর্মরত আছেন কিকো মিলান নামের একটি কোম্পানির অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে।

মাঝে মাঝে মাতৃভূমিতে অল্প কিছুদিনের জন্য সময় কাটাতে আসেন। কাজ করেন ঈদের বিশেষ নাটক কিংবা কোনো নতুন বিজ্ঞাপনে। তবে আগের মতো আর এ সেলিব্রেটিকে নিয়মিত শোবিজ অঙ্গনে দেখতে পারবেন না দর্শক। আমেরিকাতেই ব্যস্ত সময় পার করাকে বেশি গুরুত্ব দিয়েছেন এক সময়ের উজ্জ্বল এ তারকা।

মোনালিসা অভিনীত জনপ্রিয় কিছু নাটক হলো তৃষ্ণা, কাগজের ফুল, শ্রীকান্তের বক্স সিরিজের নাটক, বয়স যখন একুশ, চম্পা কলি, বাজি, একটু ভালোবাসা, ঘরে ফেরা, বৃষ্টির পরে ইত্যাদি।


ক্যারিয়ারের ঝুড়িতে আছে মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড, মেরিল-প্রথম আলো সহ একাধিক পুরস্কার। বর্তমানে বেশ সাধারণভাবেই নিজের জীবন কাটাচ্ছেন। জন্মদিনেও নেই কোনো জমকালো পার্টি।

 

নিজের বিশেষ এই দিনটি ঘরোয়া পরিবেশেই কাটিয়েছেন। গ্লামার ভরা মিষ্টি মুখের এ মডেল অনেক বছর শোবিজ অঙ্গনে না থাকলেও আজও ভক্তরা মোনালিসাকে মনে রেখেছেন আগের মতো করেই।

 

একুশে সংবাদ.কম/স.টি/না.স

Link copied!