AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও পরিচালনায় ফিরছেন বুম্বাদা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৬ পিএম, ৬ অক্টোবর, ২০২৩
আবারও পরিচালনায় ফিরছেন বুম্বাদা

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমার শুটিংয়ে।


তবে এবার সুখবর নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা। আর সেই সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন বুম্বাদা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘আবারও পরিচালনায় ফিরছি আমি। এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তুতিও শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘নভেম্বর মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা করব।’

অভিনেতা বলেন, ‘ভাষা হিসেবে বাংলা তো থাকবেই। এর বাইরে হিন্দি ও ইংরেজি থাকতে পারে। তবে এই পুরো বিষয়টি রয়েছে প্রাথমিক অবস্থায়।’

জানা যায়, প্যান-ইন্ডিয়া প্রোজেক্ট হবে প্রসেনজিতের নতুন এই সিনেমা।

টালিউডের এ অভিনেতা পরিচালক হিসেবে এর আগে দুটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পুরুষোত্তম’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে ও ১৯৯৮ সালে মুক্তি পায় প্রসেনজিৎ নির্মিত আরেক সিনেমা ‘আমি সেই মেয়ে’।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে প্রসেনজিৎ ‘দশম অবতার’ সিনেমাটি। এ সিনেমায় তার চরিত্রের নাম প্রবীর রায় চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসান।
 

 

 

একুশে সংবাদ.কম/স.টি/না.স 
 

Link copied!