AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়াকে শুভেচ্ছা জানালেন অজয় দেবগন!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪২ পিএম, ১৪ অক্টোবর, ২০২৩
জয়াকে শুভেচ্ছা জানালেন অজয় দেবগন!

মুক্তির আগেই সৃজিতের ‘দশম অবতার’ শুভেচ্ছায় ভাসছে কানাই কানাই। এর আগে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন শুভেচ্ছা জানিয়েছেন। এবার এগিয়ে এলেন অজয় দেবগন। জয়া অভিনীত ‘দশম অবতার’ এখন প্রশংসার শিখরে।

 

দুর্গাপূজার আমেজে ‍‍`দশম অবতার‍‍` নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। ‍‍`বাইশে শ্রাবণ‍‍` এবং ‍‍`ভিঞ্চি দা‍‍`-র মিশেলে তৈরি সিনেমাটি। মুক্তি পাবে ১৯ অক্টোবর।

 

এবার বলিউড সুপারস্টার ‘সিংহাম’ খ্যাত নায়ক অজয় দেবগন তার সোশ্যাল হ্যান্ডেলে ‍‍`দশম অবতার‍‍` এর জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন।

 

অজয় লিখেছেন, ‘মহালয়ার শুভেচ্ছা সবাইকে। বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স ‘দশম অবতার’। সিংহামের পক্ষ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’

 

‍‍`দশম অবতার‍‍` ছবিতে প্রথমবার কপ ইউনিভার্স নিয়ে আসছেন সৃজিত। অর্থাৎ ‍‍`বাইশে শ্রাবণ‍‍` ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রবীর রায় চৌধুরী এবং ‍‍`ভিঞ্চি দা‍‍` ছবিতে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বিজয় পোদ্দার এক হলেন সৃজিতের ‍‍`দশম অবতার‍‍`-এ।

 

পুরোদস্তুর থ্রিলার ঘরানার এই ছবিতে দুই চরিত্র মিলে জটিল রহস্যের সমাধান করবে। গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে জয়া আহসানকে। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‍‍`রাজ কাহিনী‍‍` এবং ‍‍`এক যে ছিল রাজা‍‍` ছবিতে অভিনয় করেন জয়া আহসান। সেসব সাড়া জাগানো সিনেমার মতোই ‍‍`দশম অবতার‍‍`-এ চমক থাকবে।

 

অনবদ্য হয়ে ধরা দেবে যীশু সেনগুপ্তও। ছবির সঙ্গীতায়োজনে রয়েছেন অনুপম রায়। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির রহস্যের পর্দা ফাঁস হবে ১৯ অক্টোবর। অর্থাৎ পূজার আমেজেই আসতে যাচ্ছে ‍‍`দশম অবতার‍‍`।
 

একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!