AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একই নাটকে তারা তিনজন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০১ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
একই নাটকে তারা তিনজন

শাহেদ শাহরিয়ার, তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর

এই সময়ে জুটিবদ্ধ হয়ে একের পর এক নাটকে অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। পাশাপাশি তার পরবর্তী প্রজন্ম হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে নতুন অনেকের মধ্যে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন শাহেদ শাহরিয়ার।

এবার তারা তিনজন এবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম চৌধুরী অ্যান্ড সন্স। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালিনা তৌফিকুল ইসলামের। স্ক্রিপ্ট পাপ্পুরাজের। এরইমধ্যে উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘আমি আর তানিয়া বৃষ্টি এরইমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। কদিন আগেই এস আর মজুমদারের একটি নাটকের কাজ শেষ করেছি। পাশাপাশি এই নাটকটির কাজও শেষ করেছি। সামনেও বৃষ্টির সঙ্গে আরো বেশকিছু কাজ আছে। আমার সঙ্গে বৃষ্টির যে কাজগুলো সম্পন্ন হয়েছে এবং সামনেও আছে, প্রত্যেকটিরই গল্প ডিফরেন্ট। চৌধুরী অ্যান্ড সন্স-একটি পারিবারিক গল্পের নাটক। শাহেদ শাহরিয়ার আগের চেয়ে অভিনয়ে বেশ ম্যাচিউরড। আর ম্যাচিউরড হওয়াটাই স্বাভাবিক, কারণ শাহেদের অভিনয়ের শুরুটা শ্রদ্ধেয় গুনী নির্মাতা সালাহ উদ্দিন লাভলু ভাইয়ের হাত ধরে। তো লাভলু ভাই তাকে গাইড করছেন, এখনো করছেন। যেহেতু লাভলু ভাইয়ের এখান থেকে অভিনয়ে স্কুলিয়টা হচ্ছে-তো এখন শাহেদ ভালো করছে, আশা করছি সামনে আরো ভালো করবে।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমরা তিনজনই এই নাটকে যার যার চরিত্রে মনোযোগী থেকেই অভিনয় করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী এখন কিন্তু যেকোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া যেমন জরুরী-এটা চিন্তা করি। আর নিজের অভিনয় করার সুযোগটা কেমন আছে তাও ভেবে দেখি। এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

শাহেদ শাহরিয়ার বলেন, ‘আমি যখন লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করি তখন লাভলু ভাইই আমাকে নিলয় ভাইয়ের হাতে তুলে দিয়েছেন বলা চলে। শিক্ষক হিসেবে লাভলু ভাইকে পেয়েছি, বড় ভাই হিসেবে নিলয় ভাইকে পেয়েছি। যে কারণে দু’জনের কাছ থেকে অভিনয়ে স্কুলিংটা আমি খুব ভালো পাচ্ছি।’

সাম্প্রতিক সময়ে নিলয় ও বৃষ্টি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ধান্দাবাজ’, ‘লোকাল জামাই’, ‘মিস্টার কিপটা’, ‘বন্ধু নাকী শত্রু’, ‘আমি বাঁচতে চাইনা’, ‘গল্পটা পুরোনো’, ‘বডিগার্ড’ ইত্যাদি।

শাহেদ শাহরিয়ার অভিনীত এই সময়ের দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘ভালোবাসি তোমায়’, ‘বউয়ের চেয়ে শত্রু ভালো’, ‘ক্রাশ যখন রুমমেট’, ‘লেডিস রুম’, ‘মুডি টিচার’ ইত্যাদি।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!