নাম তার পাভেল। পুরো নাম মোঃ সাইদুর রহমান পাভেল। এই প্রজন্মের নাটকপ্রেমী দর্শকের কাছে তিনি ভীষণ প্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন ব্যতিক্রমধর্মী গল্পের নাটকে ভার্সেটাইল চরিত্রে অভিনয় করেন। মাছারাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চার চক্কর’-এ অভিনয় করছেন তিনি। ১০৪ পর্বের এই ধারাবাহিকে পাভেল অভিনয় করছেন মধু চরিত্রে। তারসঙ্গে বিন্তী চরিত্রে অভিনয় করছেন সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী স্বর্ণলতা ও নন্দিত নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা মিম চৌধুরী অভিনয় করছেন এলিনা চরিত্রে।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে পাভেল বলেন, ‘সত্যি বলতে কী এখন কিন্তু ভালো গল্পের নাটক নির্মিত হচ্ছে। আর আমি ভালো গল্পে আমার অভিনয় করার মতো কিছু করার থাকলে অর্থাৎ আমার ভালোলাগবে এমন হলে আমি তাতে অভিনয় করি। এই ধারাবাহিকের ক্ষেত্রেও ঠিক তাই। গল্পটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যে কারণে বেশ আগ্রহ নিয়ে এই ধারাবাহিকে কাজ করছি। সহশিল্পী হিসেবে মিম ও স্বর্ণলতা’কে পেয়েছি। সময়টা দারুণ উপভোগ করছি। আর এটাও সত্যি এই ধারাবাহিকে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি।’
স্বর্ণলতা বলেন, ‘পাভেল ভাইয়ের সঙ্গে এর আগেও অভিনয় করেছি। তারসঙ্গে অভিনয় করলে মনে হয় যেন স্বাভাবিক কোনো ঘটনা ঘটছে, আমিও স্বাভাবিক কোনো কাজ করছি। অর্থাৎ অভিনয় যে করছি এমনটা মনেই হয়না। আমি বিন্তী চরিত্রেটি দারুণ উপভোগ করছি।’
মিম চৌধুরী বলেন, ‘সাধারনত কমেডি দৃশ্যগুলোতে অভিনয় করতে হলে এক্সট্রা মনোযোগ বা শ্রম দিতে হয়। কিন্তু পাভেল ভাইয়ের সঙ্গে অভিনয় করতে গেলে তিনি এতোটাই সহযোগিতা করেন যে ন্যাচারালই অ্যাক্টিং দারুণ হয়ে যায়। আমি, আমরা সবাই এই ধারাবাহিকে অভিনয় করাটা দারুণ উপভোগ করছি। দর্শকের কাছ থেকেও সাড়া পাচ্ছি অনেক।’
মামসুম রেজার মূল গল্পে নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। তবে পর্ব পরিচালক শাহরিয়অর তাসদিক জানান, বেশ কয়েকজন মূল গল্প ভাবনা থেকেই পরবর্তীতে নাটকটি রচনা করছেন। নাটকটির মূল পরিচালক নজরুল ইসলাম রাজু।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :