আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোক স্টুডিও বাংলা কনসার্ট’। এতে গাইবেন কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পীরা।
বিষয়টি কোক স্টুডিও বাংলা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
কোক স্টুডিও বাংলা ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
কনসার্টে গান করবেন অর্ণব, ইমন চৌধুরী, অনিমেষ রায়, এরফান মৃধা শিবলু, প্রীতম, নন্দিতা, হামিদা বানু, আলেয়া বেগম, ইসলাম উদ্দিন পালাকারসহ কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে ‘কথা কইয়ো না’, ‘নদীর কূল’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘দিলারাম’-এর মতো আলোচিত গান প্রকাশ করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা করে কোক স্টুডিও বাংলা। গত বছরই প্রথম মৌসুমে বেশ কিছু আলোচিত গান করেছে প্ল্যাটফর্মটি; এই বছর দ্বিতীয় মৌসুমও শেষ হয়েছে।
একুশে সংবাদ/আর.টি/না.স
আপনার মতামত লিখুন :