AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:২৯ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩
বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা!

রাইমা সেন

বেছে বেছে বাংলা ছবি করেন । কিন্তু, বলিউডে একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করে চলেছেন রাইমা সেন। তবে টলিপাড়ায় নতুন খবর কানে আসছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আবার বাংলায় কাজ করতে চলেছেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন। তবে কোনও ছবি নয়, একটি ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।

এর আগে বাংলা ওয়েব সিরিজে রাইমাকে দেখেছেন দর্শক। ‘হ্যালো’ এবং ‘রক্তকরবী’ তার মধ্যে অন্যতম।

সূত্রের খবর, সম্প্রতি রাইমার কাছে নতুন একটি ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে। সাহানা দত্ত তৈরি করছেন এই সিরিজটি। নাম ‘কলঙ্ক’। ‘হইচই’-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজটি।

সম্প্রতি, সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মটি একাধিক ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছে। সেখানে সাহানার বেশ কয়েকটি কনটেন্ট ছিল। যেমন ‘ইন্দু’, ‘গভীর জলের মাছ’ এবং ‘গোরা’ সিরিজের নতুন সিজন।

রাইমা সেন

কিন্তু ‘কলঙ্ক’ নিয়ে নির্মাতারা সেখানে কোনও তথ্য প্রকাশ করেননি। শুধু প্রকাশ্যে এসেছিল সিরিজের পোস্টার। এই সিরিজ়ের জন্যই প্রস্তাব গিয়েছে রাইমার কাছে।

সূত্রের খবর, অভিনেত্রী সম্মতিও জানিয়েছেন প্রস্তাবে। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনও বিষয় নিয়ে তৈরি হতে পারে এই সিরিজ। পূজার পর শুরু হবে শুটিং।

রাইমা সেন

গত মাসে মুক্তি পয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। ইন্ডাস্ট্রিতে এ রকম খবরও ঘুরছে যে, ‘দ্য কেরালা স্টোরিজ’ ছবিটির পরিচালক সুদীপ্ত সেনের নতুন ছবিতে (ছবির নাম ‘বস্তার’) অভিনয় করতে পারেন রাইমা। যদিও তা এখনও চূড়ান্ত নয়।

একুশে সংবাদ/এসআর
 

Link copied!