ঢাকা মাতাতে আসছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। এর আগেও ঢাকায় এসে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতা-দর্শকদের।
প্রোগ্রামের আয়োজন করছে আজব রেকর্ড ও আজব কারখানা। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন , আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ১০ নভেম্বর ঢাকাস্থ কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’।
খুব শিগগিরই তারা টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন।
আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা আসছেন। আশা করছি, দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শোনতে পারবেন।
তিনি আরও বলেন, নচিদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে তিরিশে নচিকেতা শিরোনামে। আমরাও এবার ঢাকায় তাঁর বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন করতে যাচ্ছি ।’
একুশে সনবাদ/ম.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :