ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’। গত ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে ‘লিও’।
পরিচালক লোকেশ কানাগরাজের অ্যাকশন-থ্রিলার ‘লিও’ বক্স অফিসে মুক্তির এক সপ্তাহেরও কম সময় হয়েছে, তবে এটি এরইমধ্য সর্বকালের শীর্ষ-অর্জনকারী তামিল সিনেমাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, থিয়েটারে ষষ্ঠ দিনে ‘লিও’ ভারত জুড়ে ৩১ কোটি রুপি সংগ্রহ করেছে। এর মধ্য দিয়ে এর মোট সংগ্রহ ২৪৮ কোটি রুপিতে দাড়িয়েছে, অর্থাৎ খুব শিগগিরই এর আয় ২৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
মুক্তির প্রথম দিনই ‘লিও’ তামিল সিনেমার সবচেয়ে বড় ওপেনিং আয় করে। প্রথম দিনে ভারত জুড়ে ৬৪ কোটি রুপি আয় করে। ছবিটি দ্বিতীয় দিনে ৩৫ কোটি রুপি, তৃতীয় দিনে ৩৯ কোটি রুপি, চতুর্থ দিনে ৪১ কোটি রুপি এবং পঞ্চম দিনে ৩৫ কোটি রুপি যোগ করেছে। ‘লিও’ এখন পর্যন্ত এ বছরের দ্বিতীয় বৃহত্তম তামিল চলচ্চিত্র এবং ২০২৩ সালের পঞ্চম বৃহত্তম ভারতীয় চলচ্চিত্র। এ ছাড়া বিজয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে জায়গা করে নিয়েছে।
চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।
রিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। টু ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘লিও’। ৩০০ কোটি রুপির বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন ও অর্জুনের মতো তারকারা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :