উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী, বাংলাদেশের গর্ব নন্দিত নায়িকা ববিতা এই মুহুর্তে কানাডাতে আছেন। তবে সেখানে থাকলেও দেশের খবর তিনি প্রতিনিয়তই রাখছেন নানান মাধ্যমে। বিশেষত দেশের চলচ্চিত্রাঙ্গনের খবর।
সর্বশেষ বাংলাদেশের ব্যবসা সফল সিনেমা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ও রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা সম্পর্কেও তিনি অবগত যে এই দু’টি সিনেমা ভালো ব্যবসা করেছে। তবে বাকী যেসব সিনেমা এর আগে চলতি বছর মুক্তি পেলে এবং পরবর্তীতেও আরো কয়েকটি সিনেমা মুক্তি পেলো, কেন সেসব সিনেমা ব্যবসা সফল হলোনা তা নিয়ে ববিতা চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে ববিতা বলেন, ‘মাঝখানে আমাদের চলচ্চিত্রের একটা ভীষণ দুরাবস্থা অতিবাহিত হয়েছে। সেই দুরাবস্থা থেকে আমরা এখন অনেকটাই বলা যায় সংকট কাটিয়ে উঠেছি। প্রিয়তমা বা সুড়ঙ্গ ভালো ব্যবসা করেছে। এখনো সিনেমা দু’টি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে। যদি এই দু’টি সিনেমা ভালো ব্যবসা করে তাহলে অন্যগুলো কেন নয়। আমার কথা হলো যারাই সিনেমা নির্মাণ করেন তারা যেন গল্পটা’র প্রতি একটু বেশি মনোযোগ দেন সবার আগে। কারণ আমি মনেকরি গল্পটাই হলো একটি সিনেমার প্রাণ।
ববিতা আরো বলেন, ‘মৌলিক গল্পের সিনেমা নির্মাণ করতে হবে। আমার কাছে কিন্তু এখনো অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে। আমি যে বিভিন্ন দেশের সিনেমা দেখিনা তা কিন্তু নয়। যে কারণে কোনটা মৌলিক গল্প কোনটা বিভিন্ন সিনেমার ছায়া অবলম্বনে নির্মাণ করা হয় তা কিন্তু বুঝি। তাই বলছি গল্পটা মৌলিক হওয়া খুউব জরুরী। আরা সিনেমাতে যারা অভিনয় করেন, তাদের আরো একটু সিরিয়াস হতে হবে। বিশেষত শুটিং চলাকালীন সময়ে এমনও অভিযোগ শুনেছি মোবাইলে দীর্ঘ সময় ধরে অনেকেই কথা বলেন, মোবাইল নিয়েই তাদের মনোযোগ থাকে। এটা একদমই ঠিক নয়। একজন প্রযোজক অর্থ বিনিয়োগ করেন। তার অনেক কষ্টে অর্জিত অর্থ তিনি সিনেমায় বিনিয়োগ করেন। সেই অর্থ দিয়ে সিনেমা নির্মিত হয়। তার সিনেমাটি যেন সবদিক দিয়ে ভালো হয় তা প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে প্রযোজক’কে সম্মান দিলে, তার অর্থ ফেরতের নিশ্চয়তা দিলে তিনি আবার অর্থ বিনিয়োগ করবেন। তাই সিনেমা নির্মাণের ক্ষেত্রে পরিচালক,শিল্পী’সহ এর সাথেখ সংশ্লিষ্ট সকলেরই সর্বোচ্চ মনোযোগী থাকা উচিৎ।’
ববিতা সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেন। এরপর আরো কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হওয়ায় তিনি অভিনয় করেননি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :