AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকিবের প্রশংসায় সোনাল চৌহান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫৪ পিএম, ২৬ অক্টোবর, ২০২৩
শাকিবের প্রশংসায় সোনাল চৌহান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। শিরোনাম ‘দরদ’। সাম্প্রতিক সময়ে এ সিনেমা নিয়ে নানা গুঞ্জনই চাউর হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান! প্রথমবারের মতো বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে সামনে এলেন সুপারস্টার শাকিব খান।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দরদ’ টিম। এতে শাকিব-সোনালসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক-পরিচালকও।  

সংবাদ সম্মেলনে দেখা যায়, শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সোনাল চৌহান। কেননা গত মঙ্গলবার মুম্বাই পৌঁছার পর থেকেই হিন্দি শেখার চেষ্টা করছেন শাকিব। আর সেই সাক্ষী নায়িকাসহ অনেকেই।

বিষয়টি জানিয়ে শাকিব বলেন, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। যে কারণে মঙ্গলবার থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি।’ শাকিবের এই কথায় তাল মিলিয়ে সোনাল বলেন, ‘নট বেড। ভেরি গুড।’ (মন্দ না। খুবই ভালো।)

‌‘দরদ’-এর মাধ্যমেই প্রথমবার বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন সোনাল চৌহান। বললেন, ‘প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যতদূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’

যোগ করে আরও বলেন, ‘সিনেমার কোনো ভাষা নেই। একটি ভালো গল্প যেকোনো ভাষার সিনেমাই হতে পারে।’

২৭ অক্টোবর থেকে ভারতের বারানসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে। সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারিতে চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম) মুক্তির কথা রয়েছে।


একুশে সংবাদ/এসআর

Link copied!