জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত গুনী অভিনেত্রী জাকিয়া বারী মম, যিনি বহু নাটকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই সময়ে গল্পের প্রতি যেন মম আরো অধিক মনোযোগী হয়ে উঠেছেন। ঠিক তেমনি একটি গল্পের নাটক ‘ঘ্রাণ’।
এটি পরিচালনা করেছেন তরুন মেধাবী পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। নাটকটি রচনা করেছেন সারোয়ার অনিক। নাটকে নীলা চরিত্রে অভিনয় করেছেন মম। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আরেক গুনী অভিনেতা ওবিদ রেহান এবং সাবেক প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের প্রিয় মুখ ইরফান সাজ্জাদ।
রাশেদুল ইসলাম রাশেদ জানান, এরইমধ্যে নাটকটির শুটিং রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। তবে নাটকটি কোন চানেলে প্রচার হবে তা এখনো চুড়ান্ত হয়নি।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘ঘ্রাণ মানুষের জীবনে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে কাজ করে। এটাই এই নাটকের মূল বিষয়বস্তু। রাশেদের পরিচালনায় এটাই আমার প্রথম কাজ। রাশেদ এবং তার পুরো টিম চেষ্টা করেছে কাজটি বেশ যত্ন নিয়ে গুছিয়ে করতে। আর ওবিদ ভাই, ইরফান সাজ্জাদ দু’জনই পরীক্ষিত অভিনেতা। তাদের সঙ্গে কাজ করেও ভীষণ ভালোলেগেছে।’
ওবিদ রেহান বলেন, ‘এই ধরনের গল্পে এর আগে কাজ করেছি। তবে রাশেদ গল্পটার উপস্থাপন একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছে। আমরা যারা অভিনয় করেছি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজটা ভালোভাবে করার চেষ্টা করেছি। আমি আশাবাদী কাজটি নিয়ে।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘ঘ্রাণ নাটকে অমার যে চরিত্র, তাতে অভিনয় করার সুযোগ ছিলো। ওবিদ ভাই, মম’সহ আরো যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। আমিও তাদের সঙ্গে যুক্ত থেকে কাজটিকে ভালো করার চেষ্টা করেছি। সবমিলিয়ে খুব ভালো হয়েছে কাজটি। দর্শকের ভালোলাগবে আশা করা যায়।’
‘ঘ্রাণ’র পর মম ওটিটি প্লাটফরমের জন্য একটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি আরো একটি ভালো গল্পের নাটকে কাজ করবেন বলে জানান তিনি। এটি নির্মাণ করবেন সায়মা। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’।
এদিকে ওবিদ রেহান খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। বর্তমানে তিনি অভিনয় করছে একুশে টিভিতে প্রচারচলতি সৈয়দ রেফাত সিদ্দিকী পরিচালিত ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’তে।
ইরফান সাজ্জাদ কিছুদিন আগেই শেষ করেছেন রুবেল হাসানের পরিচালনায় ‘সবার বিয়ে’ নাটকের কাজ।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :