জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র, নাট্যনির্মাতা, কাহিনীকার মীর সাব্বিরের পরিচালনায় এবারই প্রথম কোনো নাটকে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। একই নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী রোদেলা মির্জা। নাটকের নাম ‘বিটার সুইট’। নাটকটি রচনা করেছেন আবীর ফেরদৌস।
এর আগে মীর সাব্বিরের সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করলেও এবারই প্রথম সজল মীর সাব্বিরের পরিচালনায় কোনো নাটকে অভিনয় করলেন।
অন্যদিকে রোদেলার ক্ষেত্রেও ঠিক তাই। মীর সাব্বিরকে সহশিল্পী হিসেবে কয়েকটি নাটকে পাবার পর মূলত মীর সাব্বিরের আগ্রহেই রোদেলাকে এই খন্ড নাটকে নেয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। তবে এই নাটকে মীর সাব্বির অভিনয় করেননি।
মীর সাব্বির জানান নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে, তারপর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
‘বিটার সুইট’ নাটকটি প্রসঙ্গ মীর সাব্বির বলেন, ‘আমিতো মূলত অভিনেতা। তবে পরিচালনাও আমি দারুণ উপভোগ করি। ঠিক তেমনি একটি উপভোগ্য কাজ করলাম সজল ও রোদেলাকে নিয়ে। সজল নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেতা। গল্পের প্রযোজনেই তাকে নেয়া। আর রোদেলা নতুন হিসেবে অভিনয়ে বেশ ভালো করছে। নতুনদেরতো আমাদেরই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। রোদেলার আগামীটা আমার কাছে মনে হচ্ছে বেশ উজ্জ্বল।’
সজল বলেন, ‘অভিনেতা হিসেবে সাব্বির ভাই অনবদ্য। তবে আমার কাছে মনে হয় পরিচালনার জায়গায় তিনি আরো অনেক বেশি স্ট্রং। তিনি এমনই একজন পরিচালক যিনি খুঁটিনাটি সব বিষয়েই গাইড করতে পারেন। যা একজন শিল্পীর অভিনয় করাটাকে অনেক সহজ করে দেয়। রোদেলা নতুন হিসেবে ভালো করেছে।’
রোদেলা মির্জা বলেন, ‘পরপর দু’টি কাজ সাব্বির ভাইয়ার সঙ্গে করার পর ভাইয়ার আগ্রহেই এই নাটকে আমার কাজ করার সুযোগ হলো। সাব্বির ভাইয়ার পরিচালনা, সঙ্গে আবার সহশিল্পী সজল ভাই-দু’টো মিলিয়ে নিজেকে বেশ লাকি মনে হচ্ছে। আমি কৃতজ্ঞ সাব্বির ভাইয়ার কাছে আমাকে এভাবে সুযোগ দেবার জন্য। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতে। কতোটুকু পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।’
রোদেলা মির্জার বাড়ি ভোলাতে। ১০ মে জন্ম নেয়া রোদেলা অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন ঢাকার মোহাম্মদপুরের কেন্দ্রীয় কলেজ থেকে। সজল অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :