পারিবারিক গল্পের নাটক ‘বউ শ্বাশুড়ির টেরাম টেরাম’ দর্শকের কাছে ভালোলাগার পর এই নাটকে স্ত্রী-স্বামীর ভূমিকায় অভিনয় করা এই প্রজন্মের দুই অভিনয়শিল্পী শাকিলা পারভীন ও সিয়াম মৃধাকে নিয়ে আবারো একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘বেয়াইন আমার বোম্বাই মরিচ’।
এর আগে ‘বউ শ্বাশুড়ি টেরাম টেরাম’ নাটকটি ছিলো একবোরেই পারিবারিক গল্পের নাটক। বউ শ্বাশুড়ির মধ্যে সাধারণত যা হয়ে থাকে (ব্যতিক্রমের বাইরে) তাই নিয়ে নাটকটি নির্মিত হয়েছিলো। নাটকটির গল্প দর্শকের ভালোলাগায় এবং শাকিলা ও সিয়াম মৃধার অভিনয় দর্শকের কাছে ভালোলাগায় আবারো তাদের নিয়ে খলিলুর রহমান নয়ন নির্মাণ করেছেন ‘বেয়াইন আমার বোম্বাই মরিচ’ নাটকটি। নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে গেলো ২৫ অক্টোবর। গেলো বছরের ২৫ অক্টোবর সিয়াম প্রথম নাটকে অভিনয় করেন। সেদিক বিবেচনায় গত ২৫ অক্টোবর তিনি নাটকে অভিনয় এক বছর পূর্ণ করেছেন, এমনটাই জানালেন সিয়াম মৃধা।
এদিকে শাকিলা পারভীন এখন নাটকে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি মিউজিক ভিডিওতেও ব্যস্ত তিনি। আবারো সিয়ামের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, ‘সিয়াম মৃধার সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছি। এরমধ্যে বউ শ্বাশুড়ি টেরাম টেরাম নাটকটি প্রকাশিত হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। যে কারণে নয়ন ভাই আমাদেরকে নিয়ে আবারো নতুন একটি নাটক নির্মাণ করেছেন। তবে এবারের গল্পটা ভিন্ন। সিয়াম এখন অভিনয়ে ভালো করছে। তার কাজের ব্যস্ততাও বাড়ছে। আমাদের নতুন নাটকটিও দর্শকের ভালোলাগবে আশা করছি।’
সিয়াম মৃধা বলেন, ‘আমার শুরুটা ছিলো সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। এরইমধ্যে গেলো ২৫ অক্টোবর নাটকে অভিনয়ের এক বছর পুর্তি হলো। বেশ ভালোলাগছে নাটকে নিয়মিত অভিনয় করতে। তবে সামনে যেহেতু আমার পরীক্ষা, তাই কটা দিন ছুটি নিবো। শাকিলার সঙ্গে প্রকাশিত নাটকটি বেশ আলোচনায় এলো। এই নাটকটিতেও আমরা দু’জন অভিনয় যথাযথ করার চেষ্টা করেছি। আশা করছি ভালোলাগবে দর্শকের।’
সিয়াম মৃধা অভিনীত প্রথম নাটক ছিলো পাসওয়ার্ড টিম পরিচালিত ‘ছাত্রী যখন বউ’। এতে তার বিপরীতে ছিলেন সায়লা সাথী। নড়াইলের সন্তান সিয়াম পড়ছেন রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স-এ অনার্স দ্বিতীয় বর্ষে। তার বাবা সেনাবাহিনীতে সিনিয়র অডিট অফিসার হিসেবে কর্মরত। প্রয়াত বরেণ্য পরিচালিক সোহানুর রহমান সোহানের ‘স্বপ্নের রাজকুমার’ সিনেমার মধ্যদিয়ে অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছিলো। কিন্তু এই সিনেমার কাজ শেষ হয়নি। ২০০০ সালের ৩ জুন জন্ম নেয়া সিয়াম একজন ভালো অভিনেতা হবারই স্বপ্ন দেখেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :