গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গাজার বাসিন্দাদের জন্য সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এ আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদনে।
জোলি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের সন্ত্রাসী হামলায় অনেক নিরপরাধ বাসিন্দাদের (গাজায়) মৃত্যুতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও অসুস্থবোধ করেছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই পরিস্থিতিতে কীভাবে তাদের সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি। আমি অবিলম্বে প্রত্যেক জিম্মির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। যেসব পরিবার প্রিয়জনের মৃত্যুর অকল্পনীয় যন্ত্রণা বহন করছে।
মার্কিন এই অভিনেত্রী আরও বলেন, ইসরাইলে যা ঘটেছে (হামাসের হামলা), তা সন্ত্রাসবাদ। কিন্তু কোনোভাবেই এটি গাজায় অবিরাম বোমাবর্ষণে নিরীহ মানুষকে হত্যার ন্যায্যতা দিতে পারে না। তাদের যাওয়ার কোনো জায়গা নেই, খাবার বা পানি নেই, কোথাও আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনাও নেই।
ইনস্টাগ্রাম পোস্টে জোলি বলেন, যেকোনো প্রেক্ষাপটেই হোক, আমার দৃষ্টি সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের দিকেই। গাজার জনসংখ্যা ২০ লাখেরও বেশি। এদের অর্ধেকই শিশু। প্রায় দুই দশক ধরে তারা বাস্তুচ্যুত এবং রাষ্ট্রহীন অবস্থায় গুরুতর অবরোধের মধ্যে বসবাস করছেন।
এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করছে ইসরাইল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে ছয়টি বোমা। বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্টমনিটর।
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই হামলার জবাবে সেদিন থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। তিন সপ্তাহ পরও সেই হামলা অব্যাহত রয়েছে।
এই হামলায় এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :