AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতায় শুরু হলো ‘কাজল রেখা’র প্রচারণা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১২ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
কলকাতায় শুরু হলো ‘কাজল রেখা’র প্রচারণা

আগামী বছর বসন্ত উৎসবে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত ‘কাজল রেখা’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। এরইমধ্যে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে রোববার দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় বাংলাদেশ-নেদারল্যান্ডস’র ক্রিকেট ম্যাচ। এই খেলাতেই খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে এবং নিজেদের সিনেমার প্রচারণা করতে মাঠে উপস্থিত হয়েছেন গিয়াস উদ্দিন সেলিম, শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্ত্তী।

কলকাতা থেকে মন্দিরা বলেন, ‘আমাদের পূর্ব পরিকল্পনাই ছিলো যে বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঠ থেকেই আমাদের কাজল রেখা-সিনেমার প্রচারণা শুরু হবে। যেহেতু বিশ্বকাপ ক্রিকেট, তাই ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি থাকবে খেলার দিকে। আমাদের দেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে ইডেন গার্ডেনের মাঠে উপস্থিত হওয়া এবং পাশাপাশি আমাদের সিনেমার প্রচারণা করা। সেলিম ভাই, রাজ আমরা প্রবল আগ্রহ নিয়ে এখানে এসেছি। সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। দেশের বাইরে নিজেদের সিনেমার প্রচারণা শুরু কারণে অবশ্য নিজেদের সিনেমার অনেককেই পাইনি ভিসা না থাকার কারণে। তবে আমাদের বিশ্বাস আমাদের পুরো টিমই আমাদের সঙ্গে আছেন। আমরা বিশ্বাস করি কাজল রেখা-মুক্তির দিন থেকে পরবর্তী সময় পর্যন্তও সবাই আমাদের সঙ্গে থাকবেন। এটা সত্যি, এই সিনেমার মুক্তি নিয়ে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এতে আমার সহশিল্পী হিসেবে শরীফুল রাজ দারুণ অভিনয় করেছে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালোলাগবে। দীর্ঘ একটি সময়ের অপেক্ষার পর দর্শকের মন ভরে যাবে কাজল রেখা দেখে। ধন্যবাদ কৃতজ্ঞতা সেলিম ভাইয়ের কাছে, কারণ তিনি আমাকে এমন একটি সিনেমাতে নাম ভূমিকায় কাজ করার সুযোগ করে দিয়েছেন।’

বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঠ থেকেই আমাদের কাজল রেখা-সিনেমার প্রচারণা শুরু

মন্দিরা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে তারা দেশে ফিরবেন। দেশে ফেরার আগে আগামী ৩১ অক্টোবর তারা বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট খেলা উপভোগ করবেন কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। সেখানেও ক্রিকেটারদের অনুপ্রেরণা দেবার পাশাপাশি নিজেদের সিনেমার প্রচারণা করবেন তারা।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!