গুনী নির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক বকুলপুর-সিজন টু’তে এখনো নিয়মিত অভিনয় করছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী নাদিয়া আহমেদ। তবে এই নাটকে শত শত পর্বে অভিনয় করা শিল্পী দর্শকপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ নিজেকে সরিয়ে নিয়েছেন।
বকুলপুর সিজন’টু নাটকে দিবা চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন নাদিয়া আহমেদ। অন্যদিকে ৫০০ পর্ব পর্যন্ত আসমা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে থেকে বেশ ভালো সাড়া পেয়ে আসছিলেন। কিন্তু ৫০০ পর্বের পর থেকে এই ধারাবাহিকে অভিনয় করা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছেন মৌ।
নাদিয়া আহমেদ বলেন, ‘যদি আমার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু ধারাবাহিক নাটকের কথা বলি তাহলে নিশ্চয়ই এতে বকুলপুর ধারাবাহিকের কথা আসবে। কারণ এটি দীর্ঘ একটি ধারাবাহিক এবং এতে আমার চরিত্রটির যথেষ্ট গুরুত্বও রয়েছে। আমি এই চরিত্রটির জন্য অনেক শ্রম দিয়েছি, এখনো দিচ্ছি। ভবিষ্যতে আসলে কতো পর্বে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তা নিশ্চিত নয়। তারপরও এখন পর্যন্ত যা করেছি আমার চরিত্রটি নিয়ে আমি সন্তুষ্ট। আগামীতে কী হয় জানা নেই। তবে এই ধারাবাহিকটির জার্নিতে অনেকের সঙ্গে কাজ করেছি। একটা পরিবারের মতো আমরা একসঙ্গে কাজ করেছি। যদি শেষ হয়ে যায় এই ধারাবাহিকর প্রচার, তবে সবাইকে বিশেষত এই ইউনিটকে খুব মিস করবো।’
তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘আমিতো আসমা চরিত্রে ৫০০ পর্ব পর্যন্ত অভিনয় করেছি। কিন্তু এরপর আমার আর এই চরিত্রে কাজ করার কোনোই আগ্রহ ছিলোনা বলে আমি এই ধারাবাহিকে কাজ করা ছেড়ে দিয়েছি। কারণ এই চরিত্রের কোনো আপস অ্যান্ড ডাউন নাই, এই চরিত্রের কোনো উচ্ছাস নাই। একই টাইপের সংলাপ, চরিত্রটি সরলভাবে যাচ্ছে। আমি খুব বিরক্ত। নাটকের যিনি রচয়িতা তার এই চরিত্রটি নিয়ে কোনো চিন্তা নেই, আমার মনে হয় পরিচালকেরও আগ্রহ নেই। যদি তাই হয় তাহলে এই প্রোডাকশনের সাথে কাজ করার কোনো মানে হয়না।’
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :