AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইমরান-পূজার গানের সঙ্গী দীঘি


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
০৮:৩৩ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
ইমরান-পূজার গানের সঙ্গী দীঘি

বেশ কয়েকবছর বিরতির পর আবারো একসঙ্গে গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাধন সরকার পূজা। গানের শিরোনাম ‘চোখে চোখে’। গানটি লিখেছেন পীযূস দাস। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গানটিতে ইমরান ও পূজার সঙ্গে মডেল হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।

ইমরান মাহমুদুল বলেন, ‘আমার গানের ক্যারিয়ারের অন্যতম সেরা গান, জনপ্রিয় গান তুমি দূরে দূরে আর থেকোনা। এই গানের সহশিল্পী কিন্তু পূজা। তো তারসঙ্গে গানের ক্যামিস্ট্রিটা আমার একটু অন্যরকম। বেশ কয়েকবছর বিরতির পর আবারো পূজার সঙ্গে গান গাইলাম। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি মন ছুঁয়ে যাবার মতোই সুর করেছি। আর গানের মিউজিক ভিডিওতে আমাদের সঙ্গে আছে দীঘি। সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে। আরেকটা কথা বলতে চাই, এখন কিন্তু সময়টা এমন ভালো গানের বিকল্প ভাবা যাবেনা। ভালো গান হলেই শ্রোতারা তা আগ্রহ নিয়ে শোনেন। আমার সেই চেষ্টাটাই থাকে সবসময়। ’

গানটি প্রকাশ করা নিয়ে বেশ উচ্ছসিত পূজাও। তিনি এই সুন্দর কথার চমৎকার সুরের গানটির জন্য অপেক্ষা করছেন।

দীঘি বলেন,‘ গানটি অনেক ভালোলেগেছে বিধায় এতে মডেল হিসেবে কাজ করেছি। আমার বেশ ভালোলেগেছে পুরো কাজটি। আশা করছি সবার ভালোলাগবে গানটি।’ 

আগামী ৫ অক্টোবর গানটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন দীঘি। 

একুশে সংবাদ/এসআর

Link copied!