আগে বলা হত বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু এখন সারা বছর নানা ধরনের উৎসবেই মাতে কলকাতা। একদিকে যেমন দুর্গাপুজা আছে, আবার তেমন আছে ক্রিসমাস, করবা চৌথও। গত কয়েক বছর ধরে তো হ্যালোউইন উৎসবও পালন করছেন কলকাতার বাঙালিরা।
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালন করা হয় ‘হ্যালোউইন উৎসব’। কিছু বছর আগে পর্যন্ত শুধুমাত্র পশ্চিমা দেশগুলোতেই সীমাবদ্ধ ছিল এই উৎসব। এখন সময় বদলেছে। সাধারণ মানুষের পাশাপাশি টলিপাড়ার তারকারও মেতেছেন হ্যালোউইন উৎসবে। বিশেষ সাজে দিদি চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে দেখা দিলেন ঋতাভরী চক্রবর্তী।
হ্যালোউইনের আমেজের সঙ্গে মানানসই পরচুলা, রূপসজ্জাও অনেকটা তেমনই। পরনে গাউন। চারিদিক আলোয় আলোকিত। বসে আছেন ঋতাভরী। তার দিদিকেও দেখা গেল তেমনই একটি সাজে। বেশ কয়েকটা ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি হ্যালোউইন’। শুধু নায়িকা নন, আরও অনেককে এমন হ্যালোউইনের সাজে দেখা যাচ্ছে সমাজমাধ্যমের পাতায়।
তবে ঋতাভরীকে এই লুকে দেখে ধেয়ে এল একের পর এক তির্যক মন্তব্য। কেউ লেখেন, ‘এই সাজেই আপনাকে বেশি ভাল মানায়।’ আবার কেউ লিখেছেন, ‘আপনি এত উগ্র কেন?’ যদিও কোনও দিনই কারও কথায় খুব বেশি গুরুত্ব দেন না ঋতাভরী। এ ক্ষেত্রেও অনেকটা তেমনই ঘটেছে। কয়েকমাস আগে মুক্তি পেয়েছে ঋতাভরী অভিনীত ছবি ‘ফাটাফাটি’। সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ় ‘নন্দিনী’ও প্রশংসিত হয়েছে দর্শক মহলে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :