AB Bank
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মামলা করলেন স্কারলেট জোহানসন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২০ পিএম, ২ নভেম্বর, ২০২৩
মামলা করলেন স্কারলেট জোহানসন

স্কারলেট জোহানসন

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন সম্প্রতি একটি অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। অনুমতি ছাড়াই এআই-জেনারেট করা বিজ্ঞাপনে তার ছবি, নাম ও সংলাপ ব্যবহার করেছে তারা। ইমেজ জেনারেটং এ অ্যাপটির নাম লিসা এআই: ৯০ ইয়ারবুক অ্যান্ড অ্যাভাটার । খবর ভ্যারাইটি।

সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট এক্সে ২২ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচার করে সংস্থাটি। যেখানে ভিডিও ও সংলাপ তৈরি করতে জোহানসনের আসল ফুটেজ ব্যবহার করা হয়েছে।

৩৮ বছর বয়সী ‘ব্ল্যাক উইডো’ তারকার প্রতিনিধিরা ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন যে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন না। গত ২৮ অক্টোবর বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়ার পরই যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

আইনজীবী কেভিন ইয়র্ন ভ্যারাইটিকে বলেন, আমরা বিষয়টিকে হালকাভাবে নেইনি। বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করব।’

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২৮ বছরের বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন স্কারলেট। মার্কিন এ গায়িকা-অভিনেত্রীর ক্যারিয়ারে রয়েছে তিন ডজনেরও বেশি সিনেমা। উল্লেখযোগ্য হলো হোম অ্যালোন থ্রি, দ্য হর্স হুইসপারার, গোস্ট ওয়ার্ল্ড, ম্যাচপয়েন্ট, স্কুপ, দ্য ব্ল্যাক ডালিয়া, দ্য প্রেস্টিজ, দ্য ন্যানি ডায়েরিজ, দ্য স্পিরিট, আয়রনম্যান টু ইত্যাদি।

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন

এদিকে কয়েক মাস ধরে অভিনেতাদের ধর্মঘটের কারণে স্থবির রয়েছে হলিউড। তাদের অন্যতম দাবি হলো, এআই ব্যবহার করে ভিডিও নির্মাণ করা যাবে না। এর জন্য আলাদা চুক্তি করতে হবে।
 

একুশে সংবাদ/এসআর

Link copied!