প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে প্রথম অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই প্রজন্মের অভিনেতা কামাল খান। তারেক শিকদার পরিচালিত ‘ভক্ত’ টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর তিনি আর এইচ জামানের পরিচালনায় ‘সুপ্ত আগুন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরো বেশকিছু নাটকে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেন কামাল খান।
তবে এবারই প্রথম তিনি সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ইতি চিত্রা’। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমায় কামাল খান কামাল নামেই অভিনয় করেছেন। অর্থাৎ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছে গেলো ২০ অক্টোবর। সারাদেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে। পরের সপ্তাহে আরো বেশ কয়েকটি সিনেমাহলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিন থেকেই কয়েকটি সিনেমা হলে কামাল খান নিজে হলে গিয়ে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের পাশে বসে দর্শকের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন। তাতে আগামীদিনে একজন পেশাদার অভিনেতা হবারই স্বপ্ন দেখছেন কামাল খান।
কামাল খান বলেন, ‘অভিনয় জীবনের শুরুতেই আমি আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এখন পর্যন্ত। তিনি আমাকে অভিনয়ের অনেক কিছু শিখিয়েছেন। আমি টুকটাক শুরুতে অভিনয়ে যতোটুকু পেরেছি মৌসুমী ম্যাডামের কারণেই। আর বড় ভাই হিসেবে আমার মাথার উপর ছায়া হয়ে আছেন সবসময়। তিনি আছেন বলেই আমি সাহস করে এগিয়ে যেতে পারছি। ইতি চিত্রায় আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই পরিচালক অনিক ভাই ও সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন ভাইকে। আর শ্রদ্ধেয় নরেশ ভূঁইয়া দাদার প্রতিও কৃতজ্ঞ। আমি দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে মুগ্ধ আমি। কৃতজ্ঞতা জানাই সকল দর্শককে।’
এরইমধ্যে কামাল খান ‘গুন্ডার প্রেম’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে কামাল খান নিজেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন আর এইচ জামান। কামাল খানের প্রথম মিউজিক ভিডিও ছিলো ‘তোমায় দেখে’। গানটি গেয়েছিলেন ইমরান ও নদী। এতে কামালের সহশিল্পী ছিলেন নওশাবা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :