AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন এখনো সিঙ্গল? মুখ খুললেন জয়া


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৩ পিএম, ১২ নভেম্বর, ২০২৩
কেন এখনো সিঙ্গল? মুখ খুললেন জয়া

জয়া আহসান

ঢালিউড-টলিউডে রাজত্ব করছেন। এবার বালিউডেও অভিষেক হচ্ছে জনিপ্রয় অভিনেত্রী জয়া আহসানের। সিনেমার নাম ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবিটির ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি।

জয়ার সৌন্দর্যে মোহিত না হওয়া মানুষও কি আছেন? তার অভিনয় এবং সৌন্দর্যে দাগ পাওয়া একপ্রকার অসম্ভব। কিন্তু, কেন এখনও সিঙ্গল অভিনেত্রী। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে খোলসা করেছেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি রাখঢাক কোনওকালেই করেন না অভিনেত্রী। এই বাংলাদেশি অভিনেত্রীকে বিয়ে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘সিঙ্গল ভালো আছি।’

জয়া বলেন, ‘কিছু কিছু সময় ছিল যখন কারও সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনও বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম। কিন্তু, আমার আমার পরিবার এতটাই পাশে থেকেছে যে সেই আক্ষেপগুলো করার জায়গাও নেই।’

জয়া আহসান

জয়া নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গল’ বলেছেন।

প্রসঙ্গত, পুজায় মুক্তি পায় অভিনেত্রী জয়া আহসানের ছবি ‘দশম অবতার’। আর এই ছবিতে তার অভিনয় নিয়ে বিস্তর চর্চা চলছিল। ছবিটি সুপারহিট।

কড়ক সিং প্রসঙ্গে জয়া বলেন, ‘যখন ছবিটির প্রস্তাব আসে সেই সময় থেকেই রোমাঞ্চকর লাগছিল। অনেক দিন ধরেই অনিরুদ্ধ রায় চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। সেই আশা পূরণ হল।’

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!