AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফোন করে কাজ চাইতেন সুষ্মিতা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৮ পিএম, ১৮ নভেম্বর, ২০২৩
ফোন করে কাজ চাইতেন সুষ্মিতা

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন একটা সময় অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। কিন্তু যখন আবার কাজে ফিরে আসতে চান, সিনেমার কাজ করতে চান তখন তিনি এতটুকুও দ্বিধাবোধ না করে ফোন করে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে কাজ চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সুস্মিতা সেন।

অভিনেত্রী জানান, তিনি একাধিক ওটিটি প্ল্যাটফর্মের হেড যেমন নেটফ্লিক্স, হটস্টার, ইত্যাদির প্রধানকে ফোন করেন কাজের জন্য এবং জানান তিনি কামব্যাক করতে চান।

সাক্ষাৎকারে সুষ্মিতা বলেন, ‘আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের প্রধানদের ফোন করেছিলাম। আমি সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, আমি একজন অভিনেত্রী। আমি আবার ফিরতে চাই এবং কাজ করতে চাই।’

কিন্তু কেন এতটা দীর্ঘ সময়ের একটা বিরতি নিয়েছিলেন সুস্মিতা? অভিনেত্রীর কথায়, তিনি আট বছরের এই বিরতি নিয়েছিলেন অভিনেতা হিসেবে আরও ভালোভাবে নিজেকে মেলে ধরার জন্য।

সুস্মিতার ভাষ্য, একজন ভালো অভিনেত্রী হতে গেলে জীবনকে উপভোগ করতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে।

সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া সিজন-থ্রি’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি কামব্যাক করেছিলেন। তবে এই বছর শুরুর দিকে মুক্তি পাওয়া তার অভিনীত ‘তালি’ সিনেমাটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা।


একুশে সংবাদ/এসআর

Link copied!