অবহেলা বা এড়িয়ে চলা- এমন নানা বঞ্চনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। ফেলে দেওয়া হয়েছিল বাতিলের খাতায়। কিন্তু কী দাপটের সঙ্গেই না তিনি ফিরলেন চলতি বছর। তার ‘গাদার ২’ চলচ্চিত্র পেয়েছে আশাতীত সাফল্য। ভারতের জাতীয় বক্স অফিসে প্রায় সাড়ে পাঁচ শ’ কোটির ব্যবসা করেছে এই সিনেমা।
সম্প্রতি সানি হাজির হয়েছিলেন গোয়ার পানজিতে চলা ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। হিন্দুস্তান টাইমসের মতে, সেখানে মঞ্চে কথা বলার এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। সিনেমায় নিজের জার্নি নিয়ে কথা বলার সময়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।
সানি মনে করেন, ক্যারিয়ারের কিছু ছবি তাঁর চলেছে, কিছু চলেনি। কিন্তু এখনও সেই ছবিগুলোর জন্যই দর্শক তাঁকে মনে রেখেছে।
তবে দুঃখ প্রকাশ করে জানান, ২০০১ সালে ‘গাদার’-এর সাফল্যের পর ভালো স্ক্রিপ্ট পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে তাকে। প্রায় ২২ বছর একটানা মুখোমুখি হয়েছেন ব্যর্থতার। কিছু সিনেমায় কাজ করলেও, তা পায়নি সাফল্য।
উত্তরাধিকার সূত্রে পাওয়া অভিনয়কে কেন পেশা হিসেবে নিলেন- সেই ব্যাখ্যাও দিয়েছেন। তার মতে, ‘আমি অভিনেতা হতে চেয়েছিলাম, তাই সিনেমায় আসা। কোনোদিনও তারকা হওয়ার কথা ভাবিনি। বাবার (ধর্মেন্দ্র) সিনেমা দেখতাম, আর উনার মতোই সব ধরনের সিনেমায় কাজ করতে চেয়েছি।’
সানি দেওলের সঙ্গে সেই সময় মঞ্চে হাজির ছিলেন প্রযোজক-পরিচালক রাজকুমার সন্তোষি। তিনি মন্তব্য করেন, ‘ইন্ডাস্ট্রি অভিনেতাকে সুবিচার না দিলেও, ঈশ্বর দিয়েছেন।’
এ সময় সানিকে তার চোখের জল মুছতেও দেখা যায়। বারবার ধন্যবাদ জানাতে থাকেন, যেভাবে দর্শকরা তাকে আপন করে নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন তার জন্য।
সানিকে শিগগিরই দেখা যাবে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ। এই সিনেমায় হনুমান হিসেবে সামনে আসবেন তিনি। বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, হনুমানের চরিত্রে অভিনয় করতে ৪৫ কোটি টাকা দর হেঁকেছেন সানি। এই সিনেমায় ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রাবণের ভূমিকায় অভিনয় করবেন ‘কেজিএফ’ তারকা যশ।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :