AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থাইল্যান্ডের রাতের পার্টিতে অমিশার হাতে হাত রেখে ঘুরছেন আরবাজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২৩
থাইল্যান্ডের রাতের পার্টিতে অমিশার হাতে হাত রেখে ঘুরছেন আরবাজ

‘গাদার ২’-এর সাফল্যের পর যেন ফের প্রচারের আলোয় ফিরেছেন অমিশা পটেল। নিন্দকেরা অবশ্য বলছেন, এখন মাটিতে পা পড়ছেন না অভিনেত্রীর। এবার নাকি সালমান খানের ভাই আরবাজ খানের প্রেমে পড়েছেন অমিশা। থাইল্যান্ডে একটি নাইট ক্লাবে দেখা গেল তাদের।

কালো স্বল্প দৈর্ঘ্যের বডিকন পোশাকে অমিশা। ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ। একে অন্যের হাত ছাড়ছেন না তারা। হাতে হাত রেখেই প্রবেশ করলেন সেখানে। বেশ খানিক ক্ষণ একসঙ্গে পার্টি করেন তারা। অমিশার ‘গাদার ২’ ছবির ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানের ছন্দে পা মেলালেন তারা।

শোনা যাচ্ছে, নাইটক্লাবের উদ্বোধনেই সেখানে যাওয়া। কিন্তু তাদের ছবি দেখে নেটাগরিকদের ধারণা, হয়তো প্রেমে পড়েছেন আরবাজ-আমিশা।

২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইটালির মডেলে জর্জিয়ার প্রেমে পড়েন আরবাজ। বেশ কিছু বছর একসঙ্গে ছিলেন তারা। তবে ভেঙে যায় সেই সম্পর্ক।

অন্যদিকে, অনেকটা সময় ধরেই সিঙ্গল অমিশা। এবার কি একে অন্যের মধ্যে মনের মানুষ খুঁজে পেলেন তারা? শুধু আরবাজ নয়, সালমান খানের সঙ্গেও ভাল সম্পর্ক অমিশার। যে কোনও অনুষ্ঠানে সালমানকে দেখলে নিজে থেকেই এগিয়ে এসে কথা বলেন অভিনেত্রী। এবার কি বলিউডের প্রভাবশালী এই খানেদের সঙ্গে নতুন কোনও সম্পর্কে জড়াতে চলেছেন অমিশা?

একুশে সংবাদ/এসআর

Link copied!