AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করোনায় মারা গেলেন অভিনেতা বিজয়কান্ত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৩৯ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
করোনায় মারা গেলেন অভিনেতা বিজয়কান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তামিল অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্ত মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

 

গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তিনি আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন। চার দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর অধিকাংশই অ্যাকশন সিনেমা। তার মাঝে ‘ক্যাপ্টেন’ সিনেমার জন্য দর্শক তাকে বিশেষ ভাবে মনে রাখবেন।

পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। তিনিই ছিলেন ডিএমডিকের প্রতিষ্ঠাতা। বিরুধাচলম এবং ঋষিভান্দিয়ামের নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করে দুবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।

বিজয়কান্তের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। রাজনীতিবিদ ও অভিনয়শিল্পী-নির্মাতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়কান্তের জন্য শোক জানিয়েছেন। মৃত্যুর আগে তিনি স্ত্রী প্রেমলতা ও দুই পুত্রসন্তানকে রেখে গেছেন।

একুশে সংবাদ/এনএস

Link copied!