AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন সব দেশে যাওয়ার পরিকল্পনা আছে: শ্রাবণ্য


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৭ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
নতুন সব দেশে যাওয়ার পরিকল্পনা আছে: শ্রাবণ্য

চলতি সময়ের গ্ল্যামারাস ও দর্শকপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। ক্রিকেট বিষয়ক শো সঞ্চালনায় তার জুড়ি মেলা ভার। বছরজুড়ে উপস্থাপনা করেছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। কর্পোরেট ইভেন্টগুলোয়ও তার চাহিদা বেশ। বছরে কয়েকবার তার দেখা মেলে অভিনয়ে। বাংলাদেশ–নিউজিল্যান্ড টি-২০ সিরিজ– এর শো করার এক ফাঁকে এ প্রতিবেদকের সঙ্গে আলাপ করলেন শ্রাবণ্য।

 

শেষ হতে যাওয়া ২০২৩ কেমন কেটেছে জানতে চাইলে গ্ল্যামার গার্ল শ্রাবণ্য বললেন, ২০২৩ অনেক ভালো কেটেছে। রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি’ সঞ্চালনা করেছি। ওডিআই ওয়ার্ল্ড কাপের শো উপস্থাপনা করেছি। বেশ কয়েকটি ক্রিকেট সিরিজ কভার করলাম। এ বছর দুটো নাটকে অভিনয় করেছি যেগুলো কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। বিশ্বখ্যাত তারকা ফুটবলার রোনালদিনহো’র বাংলাদেশে আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেছি। তার চোখে চোখ রেখে কথা বলেছি। যেটিকে এ বছরের অন্যতম প্রাপ্তি বলা যায়।

গল্প-পরিচালক পছন্দ হলে সিনেমায় দেখা যেতে পারে : শ্রাবণ্য তৌহিদা
শ্রাবণ্য জানালেন বছরের শেষ দিনটিও কাটবে কাজের ব্যস্ততায়। তিনি বললেন, ৩১ ডিসেম্বর টেলিভিশনে রেকর্ডকৃত শো প্রচার হবে। কর্পোরেট শো সঞ্চালনা করতে হয় সবসময়। এবারো তার ব্যতিক্রম হবে না। কর্পোরেট শো– তে কাটবে থার্টি ফার্স্ট নাইট।

শ্রাবণ্য তৌহিদা | Srabonno Towhida update news
সবশেষে নতুন বছরের টু ডু লিস্টে কি কি আছে জানিয়ে শ্রাবণ্য বললেন, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আসছে বছর নতুন সব দেশে যাওয়ার পরিকল্পনা আছে। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কাজের ইচ্ছা আছে। অভিনয়ে আরেকটু সময় দেয়ার ইচ্ছা রয়েছে। এ বছর যেমন ২টি নাটক করেছি, সামনের বছর হয়তো ৪টি নাটক করবো। মনের মতো চিত্রনাট্য পেলে সিনেমাতেও কাজ করতে পারি। আর ওটিটিতো আছেই।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!