AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় থালাপতির মুখে ছুড়ে মারা হলো জুতা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:২০ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৩

সদ্য প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। অভিনেতার দিকে লক্ষ্য করে একটি জুতা ছুড়ে মারা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা বিজয়। হঠাৎ একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হয়, যা তাঁর মুখে আঘাত করে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আইল্যান্ড গ্রাউন্ডে। সেখানেই অভিনেতা- রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন অভিনেতা থালাপতি বিজয়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, জুতাটি বিজয়ের মাথা ছুঁয়ে বের হয়ো যাবার পর বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়।

সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি অভিনেতা অজিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

এক অজিত অনুরাগী লিখেছেন, ‘আমরা অজিত ভক্তরা বিজয়ের প্রতি এই অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন, আমাদের সম্মান করা উচিত। অভিনেতা বিজয়ের দিকে জুতা ছুড়ে দেওয়ার ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। শক্ত থাকুন বিজয়।’ কেউ কেউ লিখছেন, ‘এই ধরনের আচরণ কোনো সভ্য মানুষ করতে পারে না।’

যদিও এর আগে অভিনেতা বিজয় এবং অজিতের অনুরাগীরা নিজেদের মধ্যে বহুবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন, তবে সেসব সামাজিক মাধ্যমে। এই ধরনের কর্মকাণ্ডের শিকার হতে হবে, তা অনুমান করেননি কেউই। বিজয় ভক্তরাও এই ঘটনায় অজিত ভক্তদের দিকেই সন্দেহের আঙুল তুলছেন। সামাজিক মাধ্যমে চলছে তীব্র নিন্দা।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ক্যাপ্টেন বিজয়কান্তের। বেশ কিছুদিন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজয়কান্ত বক্স অফিস অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। চাত্রিয়ান, সাত্তাম ওরু ইরুত্তারাই, ভাল্লারাসু, রামানা, এঙ্গল আন্না, সেন্থুরা পুভ, পুলান ভিসারনাই, সৎ রাজ এবং চিন্না গাউন্ডার জন্য পরিচিত ছিলেন তিনি। ১৯৯১ সালের ছবি ক্যাপ্টেন প্রভাকরণ সিনেমার জন্য ‘ক্যাপ্টেন’ বলে পরিচিতি পান তিনি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!