‘টাইগার থ্রি’ সিনেমার পর নতুন বছরে ‘মেরি ক্রিসমাস’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই ছবিতে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক শ্রীরাম রাঘবন।
তবে সিনেমা মুক্তির আগেই ক্যাটরিনা জানালেন, এই ছবির শুটিংয়ের সময় নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন তিনি। কী ঘটেছিল এই নায়িকার সঙ্গে?
ক্যাটরিনার কথায়, এই ছবি তাকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। কারণ ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে এবং পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’
ক্যাটরিনা ভেবেছিলেন, শুটিংয়ের ব্যস্ততায় শ্রীরাম ঠিক ভুলে যাবেন। কিন্তু ছবির শুটিং শেষ হতেই শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল।’ এরপর ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। তার কাছে অনুরোধ করেছিলাম, যেন আমাকে তামিল বলতে না হয়। কিন্তু, তবুও কোনও কাজ হয়নি।’
ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকার জন্য তিনি শেষ পর্যন্ত সংলাপগুলি রপ্ত করতে পেরেছিলেন। শ্রীরামও অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তামিল না জেনেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :