ঢাকঢোল না পিটিয়ে অনেকটা নীরবেই বিয়ে করলেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
বিয়ে সেরে নিজের ফেসবুক পেজে বিয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে আদুরে চুমু খাচ্ছেন অভিনেতা।
ছবির ক্যাপশনে জোভান লিখেছেন, ‘...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’
শুক্রবার ( ১২ জানুয়ারি) জোভানের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সেরেই রাত ৯টায় নিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
জানা গেছে, জোভানের পাত্রীকে পারিবারিকভাবে ঠিক করা হয়। তবে বিয়ের আগে একে অন্যকে জানতে প্রায়ই দুজনের সঙ্গে কথা হতো। এরপর গত মাসে বিয়ের আগের সব রীতিনীতি সম্পন্ন হয়।
জোভানের স্ত্রীর নাম জানা না গেলেও অভিনেতার বন্ধুরা বলছেন, জোভানের স্ত্রী পুরান ঢাকার মেয়ে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান মিডিয়ায় পা রাখেন ২০১১ সালে। এরপর নাটকের পাশাপাশি সিনেমা, ওয়েবফিল্মেও কাজ করতে দেখা গেছে তাকে। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনও ছড়িয়ে ছিল জোভানের। তবে সেসবকে গুঞ্জনই রেখে মিডিয়ার বাইরে এক সাধারণ মেয়েকেই জীবন সঙ্গী করলেন জনপ্রিয় এ অভিনেতা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :