আজারবাইজানে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। যেখানে বর্তমানে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হাড় কাঁপানো এমন শীতেই একটি সুইমিং পুলে নেমে সাতার কেটেছেন এই তারকা।
বুধবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যায়, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিং পুল। তা থেকে ভেসে আসছে বাষ্প। কিছুক্ষণ পর দেখা যায়, সুইমিং পুলের জলে সাঁতার কাটছেন সুস্মিতা।
ভিডিওর ক্যাপশনে সাবেক বিশ্বসুন্দরী লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। অবশ্যই এ জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা।’
পোস্টের জবাবে সুস্মিতা সেনের মেয়ে রেনে সেন বলেছেন, ‘তুমি পরাবাস্তব’। তানাজ ইরানি বললেন, ‘বাহ! সত্যিই ঈর্ষান্বিত’। রাতি পাণ্ডে লিখেছেন, ‘মনোরম দৃশ্য এবং সুন্দর তুমি’।
এর আগে একই স্থান থেকে আরও একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। যেখানে ছুটির মেজাজেই দেখা গেছে অভিনেত্রীকে।
আজারবাইজানে যাওয়ার আগে মুম্বাইয়ে আমির খানের মেয়ে আইরা খানের বিয়ের রিসেপশনে হাজির হয়েছিলেন সুস্মিতা। আইরা খানের বর নুপুর শিখর বহু বছর ধরে সুস্মিতা সেনের জিম প্রশিক্ষক।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :