অনুষ্ঠিত হতে যাচ্ছে নগরবাউল জেমসের বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় নগরবাউল জেমসের কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সেদিন বিকেল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হবে।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রবিন।
এ ছাড়া জেমসের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল।
তিনি বলেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে মঞ্চে থাকবেন এই বিখ্যাত ব্যান্ড তারকা। তবে সেদিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করা হয়েছে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে সংবর্ধনা জানাতে।
সম্প্রতি লন্ডনের কনসার্ট শেষ করে দেশে ফিরেছেন জেমস। এখন নতুন বছরের কনসার্টের পরিকল্পনা শুরু হয়েছে। কথা ছিল আগে মৌলভীবাজারের কনসার্ট হবে কিন্তু তা পিছিয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কনসার্ট দিয়ে জেমসের এ বছরের ওপেন এয়ার কনসার্ট শুরু হচ্ছে।
জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসেবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা ‘বিগ থ্রি অফ রক’ এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। তাকে গুরু নামে অভিহিত করা হয়।
জেমসের উল্লেখযোগ্য আরও কিছু জনপ্রিয় গান হলো- দুষ্টু ছেলের দল, বিজলি, বন্ধু আসবে বহুদিন পরে, তোমার দেখা নাই, আমি তোমাদেরই লোক, জনতা এক্সপ্রেস, তুফান, এত কষ্ট, আমি তোর মনের মতো হতে পারলাম নারে, তোর প্রেমেতে অন্ধ হলাম, জেল থেকে আমি বলছি, ফুল নেব না অশ্রু নিব বন্ধু, লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ইত্যাদি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :