AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন খসরু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১৫ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৪
চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন খসরু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা ও উন্মাদনা। ইতোমধ্যেই নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন।

 

অনেক আগেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। শোনা যাচ্ছে এখানেই চূড়ান্ত হয়েছে এবারের প্রধান নির্বাচন কমিশনার!

একটি সূত্রে জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন খোরশেদ আলম খসরু।  

এ বিষয়ে এই প্রযোজক বলেন, আমিও শুনেছি। তবে এ বিষয়ে এখনও চিঠি পাইনি। চিঠি পেলে অনান্য কমিশনারদের সঙ্গে বসে নির্বাচনের তারিখ ঘোষণা করব। তারপর সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করব।  

এদিকে শিল্পী সমিতির আরেকটি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে খোরশেদ আলম খসরুর নাম প্রস্তাবে রয়েছে। তবে সাত দিন পর আবারও শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত নির্বাচন কমিশনার নির্ধারণ করা হবে।

এর আগে ২০২২-২৪ মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পীরজাদা শহীদুল হারুন। তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ নিয়ে কম চর্চা হয়নি।  

এবারের প্রধান নির্বাচন কমিশনে আরও থাকতে পারেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন। তাদের ছাড়াও আরোও কয়েক জনের নাম শোনা যাচ্ছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!