AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বপ্নপূরণ অরিজিৎ সিংয়ের, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই শুরু জমি দেওয়ার প্রক্রিয়া


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১১ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৪
স্বপ্নপূরণ অরিজিৎ সিংয়ের, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই শুরু জমি দেওয়ার প্রক্রিয়া

এবারের ২৯তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় কিফ চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছিলেন অরিজিৎ সিং।

 

এর আগে একবছর চলচ্চিত্র উৎসবের মঞ্চেও হাজির ছিলেন অরিজিৎ। অরিজিতের দীর্ঘদিনের স্বপ্ন তিনি একটি স্কুল ও একটি হাসপাতাল তৈরি করবেন। সেই কারণেই জমি খুঁজছেন সংগীতশিল্পী। গত বছর মে মাসে অরিজিতের স্বপ্নপূরণে পাশা থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা।

মুখ্যমন্ত্রী বরাবরই অরিজিতের প্রশংসা করেন। বুধবার আবারও মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই ঘরের ছেলের ভূয়সী প্রশংসা করলেন মমতা।

জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সংগীতশিল্পী অরিজিৎ সিং। শুধু হাসপাতাল নয়, স্কুল গড়তে চান তিনি। বেশ কয়েকবছর হয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে জিয়াগঞ্জেই থাকছেন তিনি। সেখানকার মানুষদের সার্বিক উন্নতির জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার। এবার তাকেই জমি দিয়েছে রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সবরকমভাবে অরিজিতের পাশে দাঁড়ানোর জন্য। অরিজিতের স্বপ্নের হাসপাতাল গড়তে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও সবরকম সাহায্য করার নির্দেশ আগেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবারই মালদহ সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছান মুখ্যমন্ত্রী। অরিজিতের জেলাতে পৌঁছেই মমতা জানান দিলেন যে গায়কের জনহিতকর কাজে পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

জেলা সফরে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বললেন, ‘অরিজিৎ খুব ভালো গান গায়। তাকে জঙ্গিপুরে জমি অ্যাপ্রুভ (অনুমোদন) করে দিয়েছি। কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে আগাম অভিনন্দন জানাই।’

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। খ্যাতির শীর্ষে থেকেই মাটির কাছাকাছি থাকেন তিনি। মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের গ্রামেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে থাকেন বিশ্বখ্যাত গায়ক।

তার গানের পাশাপাশি তার সরল জীবনযাপন, পরোপকারিতা, তার ব্যবহারের জন্যও মানুষ তাকে ভালোবাসে। অরিজিতের বিশ্বাস, পরিপূর্ণ মানব মনের বিকাশের জন্য শিক্ষা, খেলাধুলার উপর জোর দিতে হবে। সেই মতো চুপিসাড়ে অনেক উদ্যোগই নিচ্ছেন তিনি। পাশে দাঁড়াচ্ছে সরকারও। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর মুখেও তার প্রশংসা শোনা যায়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!