প্রায় সাড়ে পাঁচ বছর ধরে `অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্কলেরসিস` রোগের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন স্বনামধন্য কানাডিয়ান অভিনেতা কেনিথ মিচেল। দীর্ঘ দিন ধরে মস্তিষ্কের এক জটিল রোগের সাথে লড়াই করছিলেন তিনি।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন তিনি।
কেনিথ মিচেলের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, কেনিথ তার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন। স্টার ট্রেক ফ্র্যাঞ্চাইজির টিভি সিরিজ ‘স্টার ট্রেক: ডিসকভারি ও মার্ভেল ফ্র্যাঞ্চাইজি`র ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।
তার মৃত্যুতে স্টার ট্রেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের শোক জানিয়েছে। এছাড়াও কেনিথের পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
উল্লেখ্য, কেনিথের অসুস্থতার খবর ২০২০ সালে প্রকাশ্যে আসে। সে সময় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিলেন না। ২০১৯ সাল থেকেই হুইলচেয়ারে চলাচল করতে হতো তাকে। নিজের আড়াই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে কেনিথ নো ম্যানস ল্যান্ড, দ্য গ্রিন-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সুখ্যাতি কুড়িয়েছেন।
এছাড়াও তিনি মেজর ক্রাইমস, দ্য নাইট শিফট-সহ বেশ কয়েকটি টিভি সিরিজেও কাজ করেছেন।
(সূত্র: মার্কা)
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :