AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিউড তারকার অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৪৫ পিএম, ৭ মার্চ, ২০২৪
বলিউড তারকার অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন

গতকাল বুধবার রাতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লেগেছিল। জ্যাকুলিনের অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবরে তাঁর অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন ছিলেন। জানা গেছে, এই বলিউড অভিনেত্রী একদম ঠিক আছেন।

 

জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির বাসিন্দা। নার্গিস দত্ত রোডের এই অভিজাত ১৭ তলা অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি। গতকাল রাত আটটা নাগাদ এই ভবনে ভয়াবহ আগুন লাগার কথা শোনা গিয়েছিল। জ্যাকুলিনের ঠিক ওপরতলার ফ্লোর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা গিয়েছিল। নগর নিগমের এক কর্মকর্তা জানান যে আগুনকে নিয়ন্ত্রনে আনতে দেঢ় ঘণ্টার বেশি সময় লেগেছে। ফায়ার সার্ভিসের কমপক্ষে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। রাত ৯ বেজে ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে সরকারি কর্মকর্তা জানান। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে।

মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় সাইফ আলী খান, কারিনা কাপুর খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, ইমরান হাশমি, সঞ্জয় দত্তসহ আরও অনেকে থাকেন। এর কিছু দূরেই থাকেন সালমান খান আর শাহরুখ খান।

এদিকে জ্যাকুলিন হলিউডে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক হলিউড ছবিতে তাঁকে অ্যাকশন আইকন জিন-ক্লড ভ্যান ড্যামের সঙ্গে দেখা যাবে। জ্যাকুলিন কিছু দিন আগেই এই অভিনেতার সঙ্গে তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এ ছাড়া জ্যাকুলিনকে শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!