AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ দিয়ে শুটিংয়ে ফিরলেন তানিন সুবহা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৫ পিএম, ৯ মার্চ, ২০২৪
‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ দিয়ে শুটিংয়ে ফিরলেন তানিন সুবহা

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। বৃহস্পতিবার, ৭ মার্চ উত্তরায় করেছেন দীর্ঘ ধারাবাহিকের শুটিং। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়েছেন তানিন।

শুটিংয়ে ফেরা নিয়ে তানিন বলেন, অনেকদিন বাদে শুটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে। খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে তৃপ্তি পাচ্ছি।

তানিন আরও জানান, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি।

‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন ছারাও আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।

একুশে সংবাদ/এস কে

Link copied!