AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবরাত্রি পালন করতে মাঝরাতে নিষ্ঠা মেনে মন্দিরে ছুটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৩৪ পিএম, ৯ মার্চ, ২০২৪
শিবরাত্রি পালন করতে মাঝরাতে নিষ্ঠা মেনে মন্দিরে ছুটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

পরনে নীল শাড়ি। কানে ঝোলা দুল। কপালে রং মিলান্তি টিপ। গয়নার আতিশয্য নেই! শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন স্নিগ্ধ মায়াবী সুন্দরী। শুক্রবার রাতে শিবরাত্রি পালন করতে মন্দিরে ছুটলেন অভিনেত্রী। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

শ্রাবন্তীকে দেখা গেল নিষ্ঠা মেনে শিবরাত্রির ব্রত পালন করতে। শিবলিঙ্গে জল ঢেলে, ফুল-বেলপাতা দিয়ে নিয়ম মতো পুজো করলেন অভিনেত্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শিবব্রত পালনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অভিনেত্রীর ধর্মকর্ম নিয়ে অনুরাগীরা প্রশংসা করলেও, নিন্দুকরা কিন্তু তাঁর তিনবার বিয়ে ভাঙার কথা উল্লেখ করে কটাক্ষ করেছেন। অনেকের প্রশ্ন, ‘এটা কি চতুর্থবার বিয়ের প্রস্তুতি?’ কেউ বা কটাক্ষ করলেন, ‘এবার মহাদেবও বিরক্ত হবেন।’ তবে ট্রোলকে কোন দিন পাত্তা দেননি তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাখির চোখ এখন ‘দেবী চৌধুরানী’। সেই ছবির শুটিং গত জানুয়ারি মাসে শুরু হয়েছে। ডাকাত রানির লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। যেখানে কখনও শ্রাবন্তীকে গলায় রুদ্রাক্ষ পরে কপালে তিলক কেটে হাতে তীর-ধনুক নিয়ে রণং দেহি মেজাজে দেখা গিয়েছে। আবার কখনও বা ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার আগে শান্তশিষ্ট সরল গৃহবধূর অবতারে ধরা দিয়েছেন। শ্রাবন্তীর লুক প্রকাশ্যে আসতে এই সিনেমা নিয়ে অনুরাগীদের উন্মাদনা স্বাভাবিকভাবে বেড়ে দ্বিগুণ হয়েছে।


একুশে সংবাদ/ সাএ

 

 

Link copied!