ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ। চার পেরিয়ে পাঁচ বছরে পা রাখল শেহজাদ খান বীর। ২০২০ সালে ২১ মার্চ অভিনেত্রী বুবলীর কোল আলো করে আসে বীর।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান। নিজের ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’। শেষে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
শাকিব খানের ওই পোস্টে অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতাসহ অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।
২০১৮ সালের ২০ জুলাই বিয়ে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।
প্রসঙ্গত, ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। যদিও দুই সন্তানের মা অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে বর্তমানে একসঙ্গে থাকছেন না তিনি। তবে সন্তানদের জন্য সকল দায়িত্বই পালন করতে দেখা যায় শাকিবকে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :