হালের অন্যতম প্রিয়মুখ তানজিম সায়রা তটিনী। যারম হাসিতে বুঁদ হয় থাকেন সবাই। ক্যারিয়ারে ইতোমধ্যেই বেশ কিছু কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় মেলে ধরতে চান তটিনী।
শিগগিরই ‘গোলাপ গ্রাম’ নামের একটি নাটকে দেখা যাবে তটিনীকে। যেখানে ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাকে।
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
নাটকটির প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুর বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। তবে মহাজন কুতুব মিয়া তাদের জীবনে ধরা দেয় কাঁটা হয়ে।
প্রসঙ্গত, আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলাপ গ্রাম’। তটিনী-ইয়াশ ছাড়া আরও অভিনয় করেছেন— মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :