দেশজুড়ে স্টার সিনেপ্লেক্স-এর সাতটি শাখায় ১৯টি স্ক্রিন। এগুলোতে বছরজুড়ে বাংলার পাশাপাশি হলিউড-বলিউডের ছবি চলে। তবে বরাবরই নিজ দেশের ছবিকে প্রাধান্য দেয় প্রতিষ্ঠানটি।
এবারের ঈদে একসঙ্গে এক ডজনের বেশি ছবি মুক্তি পাচ্ছে। ফলে হল সংকটে পড়ছে কিছু ছবি। এর মধ্যেও আটটি ছবির ভরসা হয়ে উঠলো স্টার সিনেপ্লেক্স। ঈদ উৎসবে তাদের হলগুলোতে ঈদের আটটি ছবি চলবে। বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি জানালেন, এই ঈদে তাদের পর্দায় দেখা হিমেল আশরাফ নির্মিত ‘রাজকুমার’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, কামরুজ্জামান রোমান পরিচালিত ‘মোনা: জ্বীন ২’, ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’, ছটকু আহমেদের ‘আহারে জীবন’ ও কাজী হায়াত পরিচালিত ‘গ্রিন কার্ড’।
আট ছবির মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে ‘দেয়ালের দেশ’; সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে প্রতি দিন এর ১৭টি শো প্রদর্শিত হবে। এরপর ১৩টি করে শো পেয়েছে ‘রাজকুমার’ ও ‘কাজলরেখা’। এছাড়া ‘ওমর’ পেয়েছে ১১টি শো, ‘মোনা: জ্বীন ২’ সাতটি, ‘মেঘনা কন্যা’ দুটি, ‘গ্রিন কার্ড’ দুটি এবং ‘আহারে জীবন’ পেয়েছে তিনটি শো।
উল্লেখ্য, ২০০৪ সালে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মল শাখা দিয়ে যাত্রা করে স্টার সিনেপ্লেক্স। বর্তমানে এটি ছাড়াও মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার, বিজয় সরণির সামরিক জাদুঘর, মিরপুরের সনি স্কয়ার, চট্টগ্রামের বালি আর্কিড ও রাজশাহী হাইটেক পার্ক মিলিয়ে সাতটি শাখায় তাদের ১৯টি স্ক্রিন চালু রয়েছে। চলতি বছরের মধ্যে পর্দার সংখ্যা ৪০-এ নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
একুশে সংবাদ/বা. ট্রি./এসএডি
আপনার মতামত লিখুন :