ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান নানা কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি আলোচনায় আছেন চলচ্চিত্র শিল্পী সমিতিকে কেন্দ্রে করে। বিভিন্ন ঘটনার জের ধরে চলতি বছরের ২ মার্চ শিল্পী সমিতি থেকে তার সদস্য পদ বাতিল করা হয়। এরই মধ্যে শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। এরপর থেকেই চিত্রনায়ক জায়েদ খান সদস্যপদ ফিরে পাবেন- এমন গুঞ্জন তৈরি হয়েছে।
এ বিষয়ে একটি সংবাদপত্রের সঙ্গে কথা বলেছেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, শিল্পী সমিতি থেকে বাদ পড়া সব সদস্যদের ফিরিয়ে আনা হবে। একজনকেও বাদ দেয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে। পাশাপাশি নতুন সদস্য নেয়া হবে। এই সংগঠন শিল্পীদের। তাদের কল্যাণেই আমরা কাজ করবো।
জায়েদ খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে, সেই বিষয়ে আমার ধারণা নেই। তবে বাদ দেয়াটা বেআইনি হয়েছে। সে একজন শিল্পী। তার বিষয়ে আমরা সভায় কথা বলবো।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :