AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুয়ার অ্যাপের সঙ্গে যুক্ত, অভিনেতা সাহিল খান গ্রেপ্তার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০১ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪
জুয়ার অ্যাপের সঙ্গে যুক্ত, অভিনেতা সাহিল খান গ্রেপ্তার

অনলাইনভিত্তিক জুয়ার প্ল্যাটফর্ম মহাদেব বেটিং অ্যাপ মামলায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেতা সাহিল খানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এর আগে অগ্রিম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন বোম্বে হাইকোর্ট। এরপরই মুম্বাই সাইবার সেলের বিশেষ তদন্তকারী টিম (এসআইটি) ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করে বলিউড অভিনেতাকে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এর আগে গত বছরের ডিসেম্বরে সাহিল ও অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এসআইটি। কিন্তু তারা আসেনি। অভিনেতা মেসার্সের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে নিজেকে ব্র্যান্ডের প্রবর্তক বলে দাবি করেন। তবে পুলিশ জানায়, অ্যাপটির একজন মালিকও সাহিল খান।

এ ঘটনায় পুলিশ আরও জানিয়েছে, অভিনেতা সাহিল খানকে মুম্বাই আনা হচ্ছে। তিনি লোটাস অ্যাপ ২৪৭-এর অংশীদার ছিলেন। আর রোববার (২৮ এপ্রিল) বিকেলে আদালতে তোলা হবে তাকে।

এ অভিনেতা এর আগে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে দুই বছরের চুক্তি ছিল তার। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে তাকে। ভিডিও পোস্ট করার জন্য প্রতি মাসে ৩ লাখ টাকা পেতেন। কিন্তু বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করে তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

এর আগে গত বছর জানা যায়, মহাদেব বেটিং অ্যাপটি মামলার তদন্তকারী অপরাধ শাখা ১৫ ডিসেম্বর সাহিল খান ও অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। কিন্তু অভিনেতা পুলিশের সেই তলব প্রত্যাখান করেন। ওই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় যুক্ত ছিলেন।

এদিকে আইএএনএস’র প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা বলেছেন, সাহিল খান অভিনয়ের বাইরে নিজেকে একজন ফিটনেস এক্সপার্ট ও ইউটিউবার হিসেবে তুলে ধরেছেন। তিনি নিজে বেটিং অ্যাপের প্রচারণ করছেন এবং অন্যদেরও এটি ব্যবহার করতে বলছেন। এ ঘটনায় ইডি একইসঙ্গে ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাকে তদন্তের আওতায় রেখেছে। একের পর এক তাদের সবাইকে এখন ডাকা হচ্ছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!