রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়ানটের দুই দিনের রবীন্দ্র–উৎসব শুরু হয়েছে ৮ মে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ছিল প্রথম দিনের আয়োজন। বৃহস্পতিবার ৯ মে উৎসবের শেষ দিন।
প্রথম দিনের আয়োজনে একক ও সম্মেলক কণ্ঠের গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় সেজেছিল বর্ণিল এ উৎসব। সম্মেলক নাচ-গানের মধ্যে দিয়ে বুধবার অনুষ্ঠান শুরু হয়। শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান- কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, সফল করো হে প্রভু আজি সভা, অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।
একক, দলীয় গানের পাশাপাশি গীতি আলেখ্য ‘তারেই খুঁজে বেড়াই’ পরিবেশন করেন শিল্পীরা। রবীন্দ্রনাথের বাউল পর্যায়ের গান নিয়ে সাজানো হয় গীতিআলেখ্য- তাঁরেই খুঁজে বেড়াই। গানের ফাঁকে রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাউলদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :