AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলে গেলেন কালজয়ী নির্মাতা রজার করম্যান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১৮ পিএম, ১২ মে, ২০২৪
চলে গেলেন কালজয়ী নির্মাতা রজার করম্যান

মার্কিন নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা রজার করম্যান মারা গেছেন। স্বাধীন চলচ্চিত্রের জগতের অগ্রদূত বলা হয় তাকে। তার বয়স হয়েছিল ৯৮ বছর। গত বৃহস্পতিবার (৯ মে) সান্তা মনিকায় নিজ বাড়িতে মারা যান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে জানা যায় বিষয়টি।  


রজার করম্যানের পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তার চলচ্চিত্রগুলি ছিল বিপ্লবী এবং আইকনোক্লাস্টিক। একটি যুগের চেতনাকে ধারণ করে তার সিনেমাগুলো। তিনি কীভাবে মানুষের মনে থাকতে চান জানতে চাইলে বলেছিলেন, ‘আমি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলাম, শুধু এতটুকুই।”

 

করম্যান কম বাজেটে একাধিক সিনেমা নির্মাণ করেছিলেন। কম বাজেটের কালজয়ী চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে তার সিনেমাগুলো। এডগার অ্যালান পো-এর গল্প অবলম্বনে বেশ কিছু স্বল্প বাজেটের সিনেমা নির্মাণ করেছিলেন তিনি।

সুদীর্ঘ ক্যারিয়ারে শতাধিক কম বাজেটের সিনেমা নির্মাণ করেছেন করম্যান। ১৯৫৯ সালের ‘দ্য ওয়াস্প ওম্যান’ এবং ১৯৬০ সালের ‘দ্য লিটল শপ অফ হররস’-এর মতো কালজয়ী সিনেমার এই নির্মাতা নতুন শিল্পীদের কাজের সুযোগ দিয়ে হলিউডকে উপহার দিয়েছেন জ্যাক নিকলসন, মার্টিন স্করসিস, রবার্ট ডি নিরোর মতো তারকাদের।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!