AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের গয়না বেচে প্রথম স্টুডিও করেন এ আর রহমান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১১ পিএম, ১৬ মে, ২০২৪
মায়ের গয়না বেচে প্রথম স্টুডিও করেন এ আর রহমান

এ আর রহমান।একটি নাম -একটি প্রতিষ্ঠান। ভারতীয় সংগীত জগতের বহুল প্রশংসিত নাম। ক্যারিয়ারে অসংখ্য গান গেয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না অস্কারবিজয়ী এই সংগীতশিল্পীর। সংগীতের শুরুর জীবন আর্থিক কষ্টে কেটেছে তার।

শুধু তাই নয়, প্রথম স্টুডিও তৈরি জন্য মায়ের গয়না বেচে দিয়েছিলেন এ আর রহমান। সম্প্রতি নেটফ্লিক্সে ‘অমর সিং চামকিলা’ মুক্তির পর ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এসময় এ আর রহমান জানান, তার মা গয়না বিক্রি করে স্টুডিওর জন্য সরঞ্জাম কেনার টাকা দিয়েছিলেন। এমনকি অর্থের অভাবে কলেজেও যেতে পারেননি এই গায়ক।

শুরুর দিকের অর্থকষ্টের কথা স্মরণ করে তিনি বলেন, যখন আমি আমার স্টুডিও তৈরি করি, তখন আমার কাছে অ্যামপ্লিফায়ার বা ইকুয়ালাইজার কেনার টাকা ছিল না। স্টুডিওতে ছিল একটি তাক, কার্পেট আর এসি। আর কিছু কেনার টাকা ছিল না তাই খালি স্টুডিওতেই বসে থাকতাম।

এ আর রহমান বলেন, আমার মা তার গয়না বিক্রি করে আমাকে প্রথম রেকর্ডার দিয়েছিলেন। তখনই আমি আমার ভবিষ্যত দেখতে পাই, সেই মুহূর্তেই আমি বদলে যাই।

তিনি আরও বলেন, অর্থের কারণে কলেজে যেতে পারেননি তিনি। যখন আমার বয়স ১২ বছর তখন আমি ৪০-৫০ বছর বয়সীদের সঙ্গে মিশতাম। আমার মধ্যে একঘেয়েমি ছিল। সে কারণে আমি আরও অনেক গান শুনতে, চারপাশে কী ঘটছে তা জানতে চেষ্টা করতাম।

গত ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমা ‘অমর সিং চামকিলা’। সিনেমাটি সঙ্গীতের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

একুশে সংবাদ/আর.টি/ এসএডি
 

Link copied!