AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা খুবই কাছের: জাহ্নবী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৮ মে, ২০২৪
আমরা খুবই কাছের: জাহ্নবী

বলিউডের সেনসেশন জাহ্নবী কাপুর। তাকে ও তার বয়ফ্রেন্ড নিয়ে কানাঘুষা অনেকদিন থেকেই। শিখর পাহাড়িয়া। জাহ্নবীর বয়ফ্রেন্ড ও প্রেমিক। কৈশোর থেকেই তাদের মধ্যে সম্পর্ক। মাঝে সহ-অভিনেতার সঙ্গে জড়িয়েছিল জাহ্নবীর নাম। তবে শেষমেশ শিখরের কাছেই ফিরেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখর সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জাহ্নবী বলেন, ‘আমার যখন ১৫-১৬ বছর বয়স, তখন থেকে ও আমার জীবনে রয়েছে। আমার স্বপ্নগুলোকে ও নিজের করে নিয়েছে। আবার ওর স্বপ্নগুলোও আমি আপন করে নিয়েছি। আমরা একে-অপরের খুব কাছের। আমরা একে অপরের সাপোর্ট সিস্টেমের মতো; যেন একজন আরেকজনকে বড় করে তুলছি।’


এর আগে করন জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ শিখরের নাম উল্লেখ করেছিলেন জাহ্নবী। এছাড়া প্রায়শই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে শিখরের সঙ্গে দেখা যায় তাকে। শুধু তাই নয়, গেলো বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য চালাচালিতে শিখর পাহাড়িয়ার উদ্দেশে জাহ্নবী বলেছিলেন, ‘আমি পুরোটাই তোমার’। সেটা দেখেই তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হয় নেটিজেনরা।

এদিকে জাহ্নবী বর্তমানে ব্যস্ত আছেন নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারণায়। এটি আগামী ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে। স্মরণ শর্মা নির্মিত ছবিটিতে তার সঙ্গে আছেন রাজকুমার রাও।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

একুশে সংবাদ/ এসএডি

Link copied!