AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭৭তম কান উৎসবের পুরস্কার পেলেন যারা


Ekushey Sangbad
জিয়াদুর রহমান জিহাদ
০৯:২৩ পিএম, ২৬ মে, ২০২৪
৭৭তম কান উৎসবের পুরস্কার পেলেন যারা

৭৭তম কান উৎসবের পুরস্কার পেলেন যারা

পর্দা নেমেছে বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার কানের স্বর্ণপাম ঘরে তুলেছে মার্কিন পরিচালক শন বেকারের ‘আনোরা’ সিনেমাটি। শনিবার (২৫ মে) স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন।

 

স্বর্ণপাম হাতে মার্কিন নির্মাতা শন বেকার। ছবি: কানের অফিসিয়াল সাইট

ফ্রান্সের সাগর পাড়ের কান শহর অনেকটাই ফাঁকা। ৭৭তম কান উৎসবে আগতদের মধ্যে বাড়ি ফেরার তাড়া। শনিবার ছিল উৎসবের সমাপনী দিন। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন।

 

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামের দৌঁড়ে ছিল ১৯টি সিনেমা। এগুলোর মধ্যে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। নিউ ইয়র্কের নাইটক্লাবের এক নৃত্যশিল্পীকে কেন্দ্র করে ছিল এটির গল্প।

 

আর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পর্তুগালের মিগেল গোমেজ। ‘গ্র্যান্ড ট্যুর’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

 

 

এবার সেরা অভিনেত্রী হয়েছেন সেলেনা গোমেজ, আদ্রিয়ানা পাজ ও কার্লা সোফিয়া গাসকোন। ফ্রান্সের জ্যাঁ অদিয়াঁর পরিচালিত ‘এমিলিয়া পেরেস’ সিনেমার জন্য এই স্বীকৃতি পান তারা। অন্যদিকে, ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আমেরিকান তারকা জেসি প্লেমন্স।

পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি: কানের অফিসিয়াল সাইট

 

৭৭তম কান উৎসেবর গ্রাঁ প্রিঁ পেয়েছেন ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। স্পেশাল জুরি প্রাইজ পেয়েছেন ইরানের নির্বাসিত নির্মাতা মোহাম্মদ রসুলফ।

 

এবার সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন কোরলি ফারজ্যাঁ। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য এ পুরস্কার ঘরে তুলেছেন তিনি।


আঁ সাঁর্তে রিগা বিভাগে বিজয়ী হলেন যারা:
সেরা চলচ্চিত্র: চীনের ‘ব্ল্যাক ডগ’
সেরা অভিনেতা: ফ্রান্সের আবু সনগারে
সেরা অভিনেত্রী: ভারতের অনসূয়া সেনগুপ্ত
সেরা পরিচালক: যৌথভাবে ইতালির রবার্তো মিনারভিনি  ও জাম্বিয়ার রুঙ্গানো নিয়োনি
জুরি প্রাইজ: ফ্রান্সের বরিস লোজকাইন
স্পেশাল মেনশন: সৌদি আরবের সিনেমা ‘নোরা’।

৭৭তম কান উৎসবের গ্রাঁ প্রিঁ পেয়েছে ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ছবি: কানের অফিসিয়াল সাইট
 


ডিরেক্টরস’ ফোর্টনাইট পুরস্কার পেলেন যারা:
সেরা ইউরোপিয়ান সিনেমা: হোনাস ত্রুয়েবা পরিচালিত ‘দ্য আদার ওয়ে অ্যারাউন্ড’
সেরা ফরাসি ভাষার সিনেমা: সোফি ফিলিয়ের পরিচালিত ‘দিস লাইফ অব মাইন’
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ম্যাথু র‍্যানকিন পরিচালিত ‘ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ’


গোল্ডেন ক্যামেরা পেলেন যারা:
ক্যামেরা দ’র: হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা)
স্পেশাল মেনশন: মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান)

 

 

চলতি মাসের ১৪ তারিখে পর্দা উঠেছিল ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। বিভিন্ন দেশ থেকে আগত সিনেমাপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ।

একুশে সংবাদ/স.টি/ এসএডি
 

Link copied!