AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওয়াজউদ্দিনের বিলাসবহুল বাংলোতে যা আছে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৩ পিএম, ১ জুলাই, ২০২৪
নওয়াজউদ্দিনের বিলাসবহুল বাংলোতে যা আছে

রাস্তার ধারে একটি সাদা রঙের বাংলো। তার সামনে সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি সদর দরজা। সদর দরজাটি ঘেরা রয়েছে আরও একটি কাঠের দরজা দিয়ে। বাংলোর চারদিকে গাছপালা। সাদা-সবুজে ঘেরা এই বাংলোটি এক নজরে দেখলে মনে হবে সেখানে কোনও নবাব বাস করেন।

 

নবাবের বাস না থাকলেও বাংলোর নাম রাখা হয়েছে ‘নবাব’। বাংলোটির মালিক বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজ তার বাবা নবাবউদ্দিনের নামানুসারে এই বাংলোর নাম রেখেছেন।

বলিপাড়া সূত্রের খবর, মুম্বাইয়ের ভারসোভা এলাকায় এই বাংলোটি ১২ কোটি ৮০ লাখ টাকা খরচ করে তৈরি করেছেন অভিনেতা। বাংলোটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে।

Nawazuddin Siddique​ ने रखी नए घर के लिए रखी हाउस वॉर्मिंग पार्टी, इस अंदाज  में पहुंचीं कंगना रनौत: Kangana Ranaut spotted at Nawazuddin Siddique house  warming party with team Tiku weds Sheru

কাঠের দরজা দিয়ে নওয়াজের বিলাসবহুল বাংলোর অন্দরমহলে প্রবেশ করলেই দেখা যায় বিশাল ঘর। দেওয়ালে সাদা এবং বাদামি রঙের খেলা। দরজার সামনেই রাখা একটি বিলিয়ার্ড বোর্ড।

নওয়াজের বাংলোয় কোনও নির্মাতা কিংবা অভিনেতা হাজির হলে তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন ডাইনিং হলে বসেই। ঘরের এক কোণে রয়েছে ডাইনিং টেবিল এবং চেয়ার। ঘরের মেঝে থেকে কাচের লম্বা জানালা সিলিং ছুঁয়েছে। সাদা রঙের পর্দা দিয়ে সেগুলি ঢাকাও রয়েছে।

সিনেমা দেখার জন্য বাংলোয় একটি আলাদা ঘরের ব্যবস্থা করেছেন নওয়াজ। সেখানে রয়েছে একটি বিশাল বড় টিভি। টেলিভিশনের সামনে আরাম করে বসার জন্য রয়েছে বেশ কয়েকটি সোফা-চেয়ার।

Nawazuddin Siddiqui Birthday: कभी पाई-पाई को तरसते थे नवाजुद्दीन, अब मुंबई  में है करोड़ों का बंगला - Nawazuddin Siddiqui Birthday Special Know Actors  Net Worth Property Fees and Professional Life

এই ঘরটি থিয়েটার রুম হিসাবেই ব্যবহার করেন নওয়াজ। থিয়েটারের পাশে রয়েছে খোলা বারান্দা। সিনেমা দেখার পর সাদা-নীল রঙের দেওয়ালে ঘেরা বারান্দায় বসে সময় কাটাতে পছন্দ করেন অভিনেতা।

পেশায় অভিনেতা। ঘরে মেকআপ করার জন্য নজরকাড়া ব্যবস্থা না থাকলে কি হয়! মেকআপ করার জন্য আলাদা ঘর রয়েছে নওয়াজের বাংলোয়। দেওয়ালের একদিক জুড়ে রয়েছে বিশাল আয়না। আয়নার চারদিক ঘেরা রয়েছে আলোয়।

গাছপালায় ঘেরা খোলামেলা জায়গাই বেশি পছন্দের নওয়াজের। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বাড়ি এমন একটি জায়গা যেখানে একবার আসার পর অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। সেখানেই যেন জীবনের সব শান্তি পাওয়া যায়।’

মুম্বাইয়ে তার স্বপ্নের বাড়ি তৈরি করতে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে কী  অনুপ্রাণিত করেছিল? | Housing News

বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি নিয়ে আলোচনা করতে পছন্দ করেন নওয়াজ। আড্ডা দেওয়ার জন্য বাংলোর ছাদকে বেছে নিয়েছেন তিনি। সাদা রেলিং দিয়ে ঘেরা ছাদে রয়েছে বসার জায়গা। চারদিকে রয়েছে রংবেরঙের ফুলের গাছ।

বিছানায় সাদা রঙের চাদর, ঘরে সাদা রঙের পর্দা। অভিনেতা জানান, এই ঘর থেকে বাইরের দিকে তাকালেই চারদিকে শুধু সবুজ আর সবুজ। তাই নিজের বেডরুমটি তার কাছে প্রিয়।

নওয়াজের বাংলোয় দু’টি ডাইনিং রুমসহ মোট ৯টি রুম রয়েছে। সবগুলো রুমের মধ্যে যে রুমটি আয়তনে সবচেয়ে ছোট, সেই ঘরেই থাকেন অভিনেতা।

নওয়াজ বলেন, ‘আমার বন্ধুরা আমাকে বারবার বলতেন, কোনও গৃহসজ্জাশিল্পীকে ডেকে যেন আমি ঘর সাজাই। কিন্তু আমি নিজেই পুরো বাংলো সাজিয়েছি।’ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন অভিনেতা। সেখানকার বারান্দার সজ্জার ছাপ-ই নাকি বাংলোর হলঘরে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

বই পড়তে খুব ভালবাসেন নওয়াজ। তাই হলঘরের একটি দেওয়াল জুড়ে রয়েছে বইয়ের তাক। ‘হ্যামলেট’, ‘ওথেলো’র মতো যে নাটকগুলিতে নওয়াজ অভিনয় করেছেন, সেই নাটকগুলির বিভিন্ন দৃশ্য ফোটোফ্রেমে বন্দি করে বসার ঘরে ঝুলিয়ে রেখেছেন অভিনেতা। জনপ্রিয় থিয়েটারশিল্পী কোনস্তানতিন স্টানিসলাওস্কির পোস্টারও রয়েছে সেই ঘরে।

সারা বাংলো বিলাসবহুলতায় মোড়া থাকলেও মধ্যবিত্ত পরিবারের বাড়ির রান্নাঘর যেমন হয়, নওয়াজের বাংলোর রান্নাঘরেও সেই ছবি ফুটে ওঠে। স্টিলের বাসন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিউতি। ছিমছাম রান্নাঘরে রয়েছে একটি বসার জায়গাও।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!