AB Bank
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনুমতি ছাড়াই বিদেশে প্রদর্শিত হচ্ছে ‘তুফান’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫০ পিএম, ৩ জুলাই, ২০২৪
অনুমতি ছাড়াই বিদেশে প্রদর্শিত হচ্ছে ‘তুফান’

বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি একযোগে ১৫টি দেশে প্রদর্শিত হচ্ছে। গেল ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তুফান’।

এদিকে ভারতেও মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ভারতের মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি সংশ্লিষ্টরা। বিদেশে সিনেমাটির প্রদর্শনের বিষয়টি জানেই না তথ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে তথ্য মন্ত্রালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম বলেন, ভারতে সিনেমাটি মুক্তির জন্য অনুমোদন নিয়েছে। তবে অন্য কোনো দেশে সিনেমাটির প্রদর্শন হচ্ছে কি না আমরা জানি না। অনুমতি নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিদেশে প্রদর্শনের বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম। বিদেশে মুক্তির ক্ষেত্রে অবশ্যই নিয়ম মানতে হবে। মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলেছিল এফডিসিকেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা। এবার বিদেশে সিনেমাটির অনুমতি ছাড়া প্রদর্শন নিয়ে ফের ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে কী তুফানের দিকে শুরু থেকে তেড়ে আসা অভিযোগগুলোই সত্য। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকে।

 

 একুশে সংবাদ/কা.বে/হা.কা

Link copied!